পহেলগাঁও হামলার আবহে প্রধানমন্ত্রীর বাড়িতে প্রতিরক্ষামন্ত্রী, আগামী পদক্ষেপ কী হতে চলেছে?

10

ডিজিটাল ডেস্ক, ২৮ এপ্রিল: প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ সোমবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবন ৭, লোককল্যাণ মার্গে যান। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, পহেলগাঁও কাণ্ডের প্রেক্ষাপটে জম্মু ও কাশ্মীরের সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করতেই এই সাক্ষাৎ হতে পারে বলে মনে করা হচ্ছে। এর আগে, রবিবার রাজনাথ সিংহ দেশের সেনাবাহিনীর সর্বাধিনায়ক, চিফ অফ ডিফেন্স স্টাফ (সিডিএস) জেনারেল অনিল চৌহানের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছিলেন।

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ ও সেনা সর্বাধিনায়ক জেনারেল অনিল চৌহানের মধ্যে আলোচনা ঠিক কী নিয়ে হয়েছিল, তা সরকারি ভাবে প্রকাশ্যে না এলেও, এএনআই-এর সূত্র অনুযায়ী, পহেলগাঁওয়ে ঘটে যাওয়া নৃশংস হত্যাকাণ্ডের পর পাকিস্তানকে জবাব দিতে গৃহীত গুরুত্বপূর্ণ সামরিক পদক্ষেপগুলি নিয়েই মূলত আলোচনা হয়। রুদ্ধদ্বার সেই বৈঠকের ঠিক পরেই রাজনাথ সিংহের প্রধানমন্ত্রীর বাসভবনে যাওয়া ঘটনাকে বিশেষ তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

ঘটনাচক্রে, ভারত-পাকিস্তান সম্পর্কে তৈরি হওয়া নতুন উত্তেজনার আবহে গত চার দিন ধরে নিয়ন্ত্রণরেখা বরাবর গুলিবর্ষণ চালিয়ে যাচ্ছে পাকিস্তানি সেনা। এর মধ্যেই পাকিস্তানের এক মন্ত্রী হুমকি দিয়ে বলেছেন, ভারতের দিকে তাক করা রয়েছে ১৩০টি পারমাণবিক অস্ত্র। এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে ভারতীয় সেনা যে কোনও চ্যালেঞ্জ মোকাবিলার জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। সেনা সূত্রে জানা গেছে, পাকিস্তানকে কোন উপায়ে কার্যকর জবাব দেওয়া যেতে পারে, সে নিয়েও জোর আলোচনা চলছে।

Comments are closed.