বুধবারের আবহাওয়ায় নানা রূপ। হাওয়া অফিস জানাচ্ছে, কুয়াশা আর মেঘে ঢাকা উত্তরবঙ্গের আকাশ, পাহাড়ে ঠান্ডার আমেজ, বৃষ্টির পূর্বাভাস, সমতলে বাড়তে পারে উষ্ণতা।
বসন্তে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। হঠাৎই আবহাওয়ার বদল বাংলায়। পশ্চিমী ঝঞ্ঝা উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। দক্ষিণবঙ্গে বুধ ও বৃহস্পতিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। বীরভূম, মুর্শিদাবাদ সহ রাজ্যের ১০ জেলায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস। জারি হয়েছে হলুদ সতর্কতা।
বুধ ও বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলার বেশ কিছু জেলায়। চলতি সপ্তাহে বর্ষণের পূর্বাভাস আগেই দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। হালকা বৃষ্টির সম্ভাবনা কলকাতাতেও। উত্তর দক্ষিণ ২৪ পরগনা বীরভূম মুর্শিদাবাদ নদীয়া ও পূর্ব ও পশ্চিম বর্ধমানের বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়া। ঝোড়ো হাওয়ার গতিবেগ সর্বোচ্চ ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার হতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।
বুধবার বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং সহ পার্বত্য এলাকায়। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হবে জলপাইগুড়ি জেলাতেও। এই তিন জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গের বাকি জেলাতে।
বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সতর্কতা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি ও কোচবিহার জেলার বিভিন্ন স্থানে। মালদা ও দিনাজপুরেও বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা।