আসছে ইস্টার, ইউক্রেনে ২৪ ঘণ্টা সামরিক অভিযান বন্ধ, ঘোষণা পুতিনের

10

ডিজিটাল ডেস্ক, ১৯ এপ্রিল: ইস্টার উপলক্ষে ইউক্রেনে ২৪ ঘণ্টার জন্য সমস্ত সামরিক অভিযান স্থগিত রাখার ঘোষণা করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মানবিক দিক বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়ে শনিবার (১৯ এপ্রিল) রুশ রাষ্ট্রপতি ঘোষণা করেন, মস্কোর সময় সন্ধ্যা ৬টা থেকে শুরু করে রবিবার মধ্যরাত পর্যন্ত ইস্টার যুদ্ধবিরতি পালন করবে রাশিয়া। তার সঙ্গেই ক্রেমলিনের তরফ থেকে আশা করা হয়েছে ইউক্রেন এই যুদ্ধবিরতি চুক্তি মেনে নিয়ে কাজ করবে।

অন্যদিকে, রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতির কথা উল্লেখ করে বিবিসি জানিয়েছে, ঘোষিত সময় অনুযায়ী তারা সমস্ত ধরনের সামরিক অভিযান স্থগিত রাখবে।

বিবৃতিতে জানানো হয়েছে, ‘মানবিক কারণে’ এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং সংশ্লিষ্ট বাহিনীকে সব ধরনের সামরিক তৎপরতা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। মন্ত্রণালয় আরও জানিয়েছে, তারা আশা করছে ইউক্রেনও একই রকম পদক্ষেপ নেবে, যাতে ইস্টারের সময় শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে।

একই সঙ্গে বিবৃতিতে সতর্ক করে বলা হয়েছে, ‘ঘোষিত যুদ্ধবিরতির সময় শত্রু যদি কোনো উসকানিমূলক বা আগ্রাসী আচরণ করে, কিংবা যুদ্ধবিরতি লঙ্ঘন করে, তাহলে আমাদের সেনাদের তা প্রতিহত করার জন্য সদা প্রস্তুত থাকতে হবে।’

Comments are closed.