রেমালের প্রভাবে বিপর্যস্ত রাজ্যের জনজীবন

0 22

ঝড়, বৃষ্টি, নদীর জলস্তর বৃদ্ধি, হয়রানি। রেমালের প্রভাবে কার্যত বিপর্যস্ত রাজ্যের জনজীবন। কোথাও কার্নিশ ভেঙে, কোথাও বাড়ির চাল ভেঙে আবার কোথাও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে। ঝড়, বৃষ্টির পাশাপাশি রেমালের দাপটে সোমবার দুপুর পর্যন্ত ৬টি মৃত্যু দেখল জেলা থেকে কলকাতা। দুর্যোগের জেরে বেসামাল কলকাতা। শহর তিলোত্তমার কোথাও হাঁটুজল, কোথাও ভেঙে পড়ল গাছ। রবিবার থেকেই শহরে শুরু হয়েছে বৃষ্টি। ঘূর্ণিঝড়ের ল্যান্ডফলের পরেই বেড়েছে বৃষ্টির দাপটও।
ঘূর্ণিঝড় রেমালের জেরে রাজ্যে মৃত্যু হল ৬ জনের। কলকাতার এন্টালি, উত্তর ২৪ পরগনার পানিহাটি, দক্ষিণ ২৪ পরগনার মৌসুনিতে একজন করে মারা গিয়েছেন। বর্ধমানের মেমারিতে মারা গিয়েছেন ২ জন। সম্পর্কে তারা বাবা ও ছেলে। এন্টালির ৫৬ নম্বর ওয়ার্ডে বাড়ির কার্নিশ ভেঙে মৃত্যু হয় চল্লিশোর্ধ এক ব্যক্তির। মৃতের নাম মহম্মদ সাজিদ। স্থানীয়দের অভিযোগ, যে বাড়ির কার্নিশ ভেঙে পড়েছে ওই বাড়িটি বেআইনিভাবে নির্মাণ করা হয়েছিল।

পানিহাটি সুখচর এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের। গোপাল বর্মন নামে বছর ত্রিশের ওই যুবক রাস্তার ধারে বাথরুম করতে গিয়েছিলেন। বিদ্যুতের তার পড়েছিল জলে। সেই তার থেকেই বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয় ওই যুবকের।

সুন্দরবনের মৌসুনি দ্বীপের বাগডাঙ্গা এলাকায় ঘরের মধ্যে বড় গাছ পড়ে রেনুকা মণ্ডল নামে এক মহিলার মৃত্যু হয়। গাছের ডাল ভেঙে বাড়ির ওপরে পড়লে এসবেস্টার ভেঙে চাপা পড়ে মৃত্যু হয় রেনুকা মণ্ডলের।

বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল বাবা ও ছেলের। ঘটনাটি ঘটেছে পূর্ববর্ধমানের মেমারী থানার কলানবগ্রামের কোঙারপাড়ায়। ঝড়ে ভেঙে পড়া কলাগাছ কাটতে গিয়ে বিদ্যুৎবাহী তারের সংস্পর্শে আসতেই ঘটে যায় দুর্ঘটনা। মৃতের নাম ফড়ে সিং, ও তরুণ সিং সম্পর্কে বাবা-ছেলে।

Leave A Reply

Your email address will not be published.