Bangladesh : বাংলাদেশে অস্থিরতার প্রভাব ভারত-বাংলাদেশ সীমান্তে,বন্ধ হয়েছে দুই দেশের আমদানি-রফতানি

0 24


প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইস্তফায় চরম ডামাডোল বাংলাদেশে। প্রতিবেশী দেশে অস্থিরতার প্রভাব পড়েছে ভারত-বাংলাদেশ সীমান্তেও। ইতিমধ্যেই একাধিক জায়গায় সীমান্ত সিল করা হয়েছে। বন্ধ হয়েছে দুই দেশের বাণিজ্য। সীমান্তে জারি হয়েছে উচ্চ সতর্কতা।

সোমবার দুপুরে আচমকাই ইস্তফা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার। ইস্তফা দিয়েই দেশ ছাড়েন তিনি। আচমকাই প্রধানমন্ত্রী সরে দাঁড়ানোয় বাংলাদেশে শুরু হয় অস্থিরতা। যার প্রভাব পড়েছে ভারত-বাংলাদেশ সীমান্তে। ভারত ও বাংলাদেশের মধ্যে রয়েছে ৪১০০ কিলোমিটার সীমান্ত। যার মধ্যে পশ্চিমবঙ্গে রয়েছে ২২১৭ কিলোমিটার। দক্ষিণ দিনাজপুর জেলার হিলি আন্তর্জাতিক সীমান্তে বিএসএফ সমস্ত দোকানপাট বন্ধ করে দিয়েছে। সীমান্তের পরিস্থিতি দেখতে হিলিতে আসেন জেলা পুলিশ সুপার-সহ বিশাল পুলিশ বাহিনী। উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশ থেকে ভারতে আসা অনেকেই আটকে পড়েছেন। দেশের অশান্ত পরিস্থিতিতে আতঙ্কিত তাঁরা।

বাংলাদেশের অস্থিরতার আঁচ পড়ল উত্তর ২৪ পরগনার বেনাপোল সীমান্তেও। বেনাপোল সীমান্ত জারি হয়েছে উচ্চ সতর্কতা। বাড়ানো হয়েছে বিএসএফ জওয়ানের সংখ্যা। বাংলাদেশে অশান্তির জেরে বাড়তি সতর্কতা মালদহের মহদীপুর আন্তর্জাতিক সীমান্তে। বেড়েছে বিএসএফ ও পুলিশের নজরদারি। ভারতে আটকে পড়া বাংলাদেশি নাগরিকরা উদ্বিগ্ন হলেও হাসিনার পদত্যাগে খুশি বলে জানিয়েছেন।

অশান্তির জেরে বাংলাদেশে যাওয়া পণ্যবোঝাই ট্রাক মাঝপথ থেকেই ভারতে ফিরতে শুরু করেছে। বাংলাদেশের অগ্নিগর্ভ পরিস্থিতিতে মালদহের মহদীপুর সীমান্ত দিয়ে আমদানি-রফতানি বন্ধ রাখা হয়েছে। মহদীপুর এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের দাবি, প্রায় ৪০০ ভারতীয় লরি চালক আটকে পড়েছেন বাংলাদেশে। বাণিজ্য বন্ধ থাকলে মহদীপুর সীমান্তে দৈনিক প্রায় ১৮ কোটি টাকা ক্ষতির আশঙ্কা রয়েছে।

বাংলাদেশে অশান্তির জেরে বসিরহাটে ভারত-বাংলাদেশ ঘোজাডাঙা সীমান্ত দিয়ে বহু বাংলাদেশি নাগরিক ভারতে ঢুকতে শুরু করেছেন। তাঁদের চোখেমুখে আতঙ্কের ছায়া থাকলেও হাসিনার পদত্যাগে তাঁরা খুশি। ভারত বাংলাদেশ সীমান্ত বন্ধ থাকলে একদিকে যেমন দুই দেশের নাগরিকরা সমস্যায় পড়বেন তেমনই বাণিজ্য বন্ধ থাকলে সমস্যা বাড়বে ব্যবসায়ীদের। একদিকে যেমন জিনিসপত্র নষ্ট হওয়ার আশঙ্কা থাকছে তেমনই পণ্য না যাওয়ার কারণে বাংলাদেশে নতুন করে মূল্যবৃদ্ধি মাথাচাড়া দেওয়ার আশঙ্কা রয়েছে।

Leave A Reply

Your email address will not be published.