T20 World Cup: আজ ইংল্যান্ডের বিরুদ্ধে কী হতে পারে রোহিতদের সম্ভাব্য একাদশ?

0 33

স্বপ্নভঙ্গ হয়েছে রশিদ খানদের। সেমিফাইনালে প্রোটিয়াদের কাছে লজ্জাজনক হারের মধ্যে দিয়ে শেষ হয়েছে তাঁদের টি২০ বিশ্বকাপের সফর। প্রথম ব্যাট করতে নেমে মাত্র ৫৬ রানে অলআউট হয়ে যায় তাঁরা। ৯ উইকেটে ৮.৫ ওভারের মধ্যে সহজে জয় পায় দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে ফাইনালে দক্ষিণ আফ্রিকার প্রতিদ্বন্দ্বী কে তার লড়াই আজ!

সুপার ৮-এ গ্রুপ শীর্ষে থেকেই বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে ভারত। আজ সামনে ইংল্যান্ড। গত বার সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে হেরেই বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছিল রোহিত ব্রিগেডকে। তবে বৃহস্পতিবার ইংল্যান্ডের বিরুদ্ধে কী হতে পারে ভারতের সম্ভাব্য একাদশ? দলে কি কোনও বদল হতে পারে?

প্রসঙ্গত, চলতি বিশ্বকাপে প্রথম একাদশে খুব একটা বেশি বদল করেনি ভারত। সুপার ৮-এর তিন ম্যাচেও একই দল খেলেছে। জয়ী দলে সাধারণত বদল হওয়ার সম্ভাবনা কম। তাই সেই হিসাবে ভারতের সম্ভাব্য প্রথম একাদশ হতে পারে খানিকটা এইরকম-

১) রোহিত শর্মা— অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয়ে তাঁর অবদান অনস্বীকার্য। ৯২ রানের অনবদ্য ইনিংস খেলেছেন। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাট করেছেন ভারত অধিনায়ক। অধিনায়ক হিসাবে নিজের সেরাটা দিয়েছেন, এমনকি ট্রাভিস হেডের ক্যাচটাও ধরেছেন তিনিই। ইংল্যান্ডের বিরুদ্ধেও সেটা করতে চাইবেন আশা।

২) বিরাট কোহলি— যদিও এই বিশ্বকাপ বিরাটের জন্য খুব একটা উল্লেখযোগ্য নয়।  এখনও পর্যন্ত বড় কোনও ইনিংস উপহার দিতে পারেননি ভারতের এই মূহুর্তের অন্যতম ব্যাটিং স্তম্ভ। তবে বড় ম্যাচে তাঁকে বাদ দেওয়ার প্রশ্ন নেই। ম্যানেজেন্টও বুঝিয়ে দিয়েছে, ইংল্যান্ডের বিরুদ্ধেও ওপেন করতে দেখা যাবে বিরাটকেই।

৩) সূর্যকুমার যাদব— চলতি বিশ্বকাপে দুটি অর্ধশতরান আছে তাঁর।  আমেরিকা ও আফগানিস্তানের বিরুদ্ধে। ইংল্যান্ডের বিরুদ্ধেও মিডল অর্ডারে বড় ভরসা। এমনিতেও ভারতীয় ক্রিকেটে টি২০ ব্যাটসম্যান হিসাবে বেশ সুনাম রয়েছে সুর্যকুমারের। মাঠে নেমেই সঙ্গে সঙ্গে বড় শট খেলার ক্ষমতা রাখেন।  

৪) ঋষভ পন্থ— চলতি বিশ্বকাপে ভারতের হয়ে ধারাবাহিক ভাবে রান করেছেন। তবে গত দু’টি ম্যাচে যেন একটু কমতি ছিল তাঁর খেলায়। ইংল্যান্ডের বিরুদ্ধে আবার সেই সমস্যা কাটিয়ে বড় রান করতে চাইবেন পন্থও। অ্যাক্সিডেন্টের পরে মাঠে ফিরে এটাই দেশের জার্সি গায়ে তাঁর প্রথম খেলাও।

৫) শিবম দুবে— তরুণ ক্রিকেটার। গত কয়েকটি ম্যাচে রানও করেছেন। যদিও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি বাজে শট খেলেই আউট হয়েছেন। তবে স্পিন খেলতে বেশ স্বাছন্দ্য। ইংল্যান্ডের স্পিনারদের বিরুদ্ধে বড় অস্ত্র হতে পারেন শিবম।

৬) হার্দিক পাণ্ডিয়া— বাংলাদেশের বিরুদ্ধে অর্ধশতরান করেছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও শেষের দিকে নেমে বেশ ভাল ব্যাট করেছেন। ফিনিশারের ভূমিকা নিতে পারেন।

৭) রবীন্দ্র জাডেজা— এখনও পর্যন্ত সেরা ফর্মে না থাকলেও দল তাঁর উপর ভরসা রেখেছে। ইংল্যান্ডের বিরুদ্ধে জ্বলে ওঠার চেষ্টা করবেন।

৮) অক্ষর পটেল—  ভরসা যোগ্য অলরাউন্ডার। প্রয়োজন পড়লে উপরের দিকে ব্যাট হাতে নামতে পারেন। নিয়মিত উইকেটও নিচ্ছেন। আগেরদিন দুর্দান্ত একটি ক্যাচ ধরে চমকে দিয়েছেন। তাই প্রথম একাদশে থাকবেন তিনিও।

৯) যশপ্রীত বুমরা— ভারতের বোলিং আক্রমণের ব্রহ্মাস্ত্র। চলতি বিশ্বকাপেও ফর্মে রয়েছেন। প্রতিটি ম্যাচে উইকেট নিচ্ছেন। অজিদের বিরুদ্ধে গুরুত্বপূর্ণে সময়ে সবচেয়ে দামি ট্রাভিস হেডের উইকেটটি তুলে নেন, নিজের স্বভঙ্গিতে। ইংল্যান্ডকে হারাতে হলে আরও এক বার সেই কাজ করতে হবে বুমরাকে।

১০) আরশদীপ সিংহ— নতুন বলে ভাল বল করছেন। দলের একমাত্র বাঁ হাতি পেসার। এখনও পর্যন্ত ভারতীয় বোলারদের মধ্যে সর্বাধিক উইকেট নিয়েছেন। ইংল্যান্ডের বিরুদ্ধেও ভাল বল করতে চাইবেন তিনি। তবে ওয়াইড বল করার একটু প্রবণতা রয়েছে।

১১) কুলদীপ যাদব— যে তিন ম্যাচ খেলেছেন, ভাল বল করেছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁর বাঁহাতি স্পিন রোহিতের বড় অস্ত্র হতে পারে।

Leave A Reply

Your email address will not be published.