গোটা দক্ষিণবঙ্গজুড়ে তীব্র দাবদাহ চলছে। অসুস্থ হয়ে পড়েছেন অনেকেই। এমন ভয়ঙ্কর পরিস্থিতিতে গান বেঁধে সকলকে সাবধান এবং সচেতন করতে ময়দানে নেমে পড়েছেন পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা থানার নয়া এলাকার পটশিল্পীরা।
তীব্র দাবদাহে নাজেহাল গোটা দক্ষিণবঙ্গ। সকাল ১০টার পর প্রখর রোদে বাইরে বেরোনো দায়। তীব্র গরমে অসুস্থ হয়ে পড়েছেন অনেকেই। সান স্ট্রোকে মৃত্যু পর্যন্ত হচ্ছে। এই ভয়ঙ্কর পরিস্থিতিতে বিশেষ পদক্ষেপ নিয়েছে মেদিনীপুর জেলার পিংলা থানার নয়া এলাকার পটশিল্পীরা।
তীব্র গরমে সাবধানের থাকার বার্তা নিয়ে পটচিত্রের মাধ্যমে গান বেঁধে সকলকে সাবধান ও সচেতন করতে ময়দানে নেমে পড়েছেন পটশিল্পীরা। পটচিত্রের মাধ্যমে গান বেঁধে এখন পাড়ায় পাড়ায় বাড়ি বাড়ি ঘুরে বেড়াচ্ছেন এই নয়া এলাকার শিল্পীরা। পটশিল্পীদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী। । প্রায় ১৬ দিন ধরে এই তীব্র গরমের মধ্যে পটশিল্পীরা মানুষের কল্যাণে এই প্রচার কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। আর মানুষেয় সাড়া দেখে অভিভূত এবং উৎসাহিত পটশিল্পীরা।