Post Poll Violence : নন্দীগ্রামের বিজেপি কর্মীর বাড়িতে বোমা বিস্ফোরণ

0 53

ভোট গণনা পর্ব মিটতে না মিটতেই অশান্তি বাংলায়। একের পর এক ভোট পরবর্তী হিংসার খবরে শুরু রাজনৈতিক চাপানউতর। চলছে অভিযোগ, পাল্টা অভিযোগ বিজেপি ও শাসক শিবিরে।

নন্দীগ্রামের টাকাপুরায় বিজেপি কর্মীর বাড়িতে বোমা বিস্ফোরণ। নন্দীগ্রাম ২ ব্লকের টাকাপুরায় বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণ গুরুতর জখম হয়েছেন ৩ জন। আহত তিন ব্যক্তির নাম গোকুল বেরা, তপন ঢালি ও শুভাশিস গায়েন।

আহত তিন জনকে তড়িঘড়ি করে এলাকা থেকে বের করে তমলুক জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আপাতত সেখানেই বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন তারা।

স্থানীয় সূত্রে জানা গেছে, নন্দীগ্রাম ২ ব্লকের টাকাপুরা এলাকায় গোকুল বেরার ছোট একটি মাটির বাড়িতে ১৫-২০ জন বোমা বাঁধছিল। আচমকাই কয়েকটি বোমা ফেটে যায়। এরপর চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।

তৃণমূল শিবির থেকে দাবি করা হচ্ছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনার সঙ্গে যুক্ত। এদিকে বোমা ফাটার বিষয়টি স্বীকার করে নিলেও, এই বিস্ফোরণে তৃণমূলই চক্রান্ত করেছে বলে দাবি স্থানীয় বিজেপি শিবিরের।

Leave A Reply

Your email address will not be published.