নমিনেশন জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা মেদিনীপুরে, সংঘর্ষে জরালো তৃণমূল এবং বিজেপি, জারি ১৪৪ ধারা

0 33

তীব্র গরমের মধ্যেই ছড়িয়েছে উত্তেজনা। ভোট আবহে রাজনৈতিক আবহে উত্তপ্ত মেদিনীপুর। নমিনেশন জমাকে কেন্দ্র করে ধুন্ধুমার। তৃতীয় দফা ভোটের আগে আবার সংঘর্ষে জড়ালো শাসক দল তৃণমূল এবং বিজেপি। দুই পক্ষের বচসার জেরে উত্তপ্ত এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জারি করা হয়েছে ১৪৪ ধারা।

তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য, কাঁথি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী উত্তম বারিক, কাঁথি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী, তিনজন প্রার্থীই এই দিন পূর্ব মেদিনীপুর জেলা শাসকের দপ্তর নিমতৌড়িতে নমিনেশন জমা দিতে আসেন। নমিনেশন জমা দিতে যাওয়ার সময় দুই পক্ষের মধ্যে সৃষ্টি হয়েছে তুমুল উত্তেজনা। হলদিয়া মেছেদা ১১৬ নম্বর জাতীয় সড়কের ওপরে দুই পক্ষের কর্মী সমর্থকরা ব্যাপক বচোসা শুরু হয় । প্রচন্ড তাপদাহ মধ্যেই ব্যাপক উত্তেজনা মেদিনীপুরে। কড়া নিরাপত্তার মধ্যে উত্তেজনা সরানোর চেষ্টা চালায় পুলিশ।

সৌমেন্দু অধিকারীর সঙ্গে ছিলেন তার পিতা সাংসদ প্রবীণ শিশির অধিকারী। উত্তম বারিকের সাথে নমিনেশন জমা দিতে আসেন রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি। পূর্ব মেদিনীপুর জেলাশাসক দপ্তরের ২০০ মিটারের মধ্যে ১৪৪ ধারা জারি করা হয়েছে। কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। আগামী ৬ই মে নমিনেশন জমার শেষ তারিখ।

Leave A Reply

Your email address will not be published.