বাংলা থেকেই ভোটের প্রচারে ঝড় ! 

0 54

বাংলা থেকেই লোকসভা ভোটের প্রচারের ঝড় তুলতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মার্চে বাংলায় মোদি সভার হ্যাটট্রিক। এবার পাখির চোখ সন্দেশখালি। রাজনীতির কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে সন্দেশখালি। বিজেপি সূত্রে খবর, ১, ২ ও ৬ই মার্চ রাজ্যে তিনটি সভা করবেন প্রধানমন্ত্রী। ১ মার্চ আরামবাগে সভা মোদীর। ২ মার্চ কৃষ্ণনগরে মোদী। ৬ মার্চ বারাসতে সভা মোদীর।

সুকান্ত, শুভেন্দু, অগ্নিমিত্রা, লকেট। রাজ্য বিজেপির এই ৪ নেতার চতুর্মুখী আক্রমণে সন্দেশখালি ইস্যুতে ডিভিডেন্ড তুলতে চায় বিজেপি। সুকান্ত মজুমদার আগেই জানিয়েছিলেন ৬ই মার্চ বারাসতের কাছারি মাঠে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্য বিজেপির পরিকল্পনা, সেই সভায় সন্দেশখালির ‘নির্যাতিতা’-দের উপস্থিত করানো হবে। আলাদা মঞ্চ করে বসানো হবে তাঁদের। সেখানে মুখ ঢেকে প্রধানমন্ত্রীর মুখোমুখি হবেন তাঁরা। প্রধানমন্ত্রীর সভার আগে জমি ধরে রাখতে আন্দোলনের ঝাঁঝ বাডিয়েছে গেরুয়া শিবির। সন্দেশখালি ইস্যুতে বার বার আন্দোলনকে হাতিয়ার করেছে রাজ্য বিজেপির হেভিওয়েটরা। মাঠে নেমে আন্দোলনের পাশে, আইনি লড়াইয়েও আঁচ বেড়েছে। ১৪৪ ধারা সরানো থেকে, পুলিশি নিস্ক্রিয়তার অভিযোগ, বার বার সন্দেশখালিতে ঢুকতে বাধা পাওয়া, সব ইস্যুতেই বিজেপি বার বার দ্বারস্থ হয়েছে আদালতের। পাশাপাশি স্মৃতি ইরানির মত কেন্দ্রীয় নেতৃত্বকে মাঠে নামিয়ে মহিলা ইস্যুকে হাতিয়ার করেও চাপ বাড়িয়েছে পদ্ম শিবির। বার বার পৌছে গিয়েছেন রাজ্যপালের দরবারেও। সন্দেশখালি ইস্যু উঠে আসে দিল্লির গেরুয়া শিবিরের জাতীয় কনভেনশনেও। আবার ২৫, ২৬, ২৭ ফেব্রুয়ারি সন্দেশখালি ইস্যুকে কলকাতায় এনে ধর্নায় বসতে চলেছে বিজেপি। মোদি আসার আগে রাজ্যজুড়ে মহিলা মোর্চাকে সক্রিয় করে মিছিলের কাজও চলছে পরিকল্পনা মাফিক। যাতে ৬ মার্চ মোদির সভা থেকে এই ইস্যুতে সবচেয়ে বেশী ডিভিডেন্ড তুলতে পারে রাজ্য বিজেপি।

বারাসতের পাশাপাশি আরও দুই লোকসভা কেন্দ্রে সভা করবেন মোদী। ২১ এর বিধানসভার নিরিখে আরামবাগ লোকসভায় ভোটের অঙ্কে এগিয়ে রয়েছে বিজেপি। এই অঞ্চলে বিজেপির সাংগঠনিক শক্তি যথেষ্ট ভালো। পাশাপাশি হুগলির সভা থেকে লোকসভা ভোট প্রচারের শুরুতেই গাঙ্গেয় পশ্চিমবঙ্গে মোদী ম্যাজিক তৈরি করতে চায় পদ্ম শিবির। পাশাপাশি নজরে রয়েছে তপশিলি জনজাতির ভোটব্যাঙ্কও। অন্যদিকে কৃষ্ণনগর থেকে রানাঘাট অঞ্চলের মতুয়া ভোট, দুই ইস্যুতেই নজর গেরুয়া শিবিরের ।

বিজেপির পাখির চোখ সন্দেশখালি। এই ইস্যুকে সামনে রেখেই রাজ্যে লোকসভা ভোটে গেরুয়া ঝড় তুলতে তৈরি তারা। ঝড়ে ঘাসফুল কি নড়বে? রাজনৈতিক মহলের একাংশের মত, সন্দেশখালির বিভিন্ন ব্লকে যে আন্দেলন দিন দিন বেড়ে চলেছে তা মনে করিয়ে দিচ্ছে লালগড়, সিঙ্গুর, নন্দীগ্রামের কথা।

Leave A Reply

Your email address will not be published.