মহাসমারোহে বারাণসীতে মনোনয়ন জমা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

0 24

মহাসমারোহে বারাণসীতে নিজের মনোনয়ন জমা দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মনোনয়ন জমা দেওয়ার আগে দশাশ্বমেধ ঘাটে গঙ্গা স্নান ও প্রার্থনা, কাল ভৈরব মন্দিরে পুজো দিলেন নমো। গোটা সময়টায় উপস্থিত থাকলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

মোদীর মনোনয়ন জমা দেওয়ার আগে কড়া পুলিশি নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে বারাণসী। গোটা দশ্বাশ্বমেধ ঘাট সাজানো হল গেরুয়া পতাকায়। বারাণসীর অলিগলি হয়ে মোদীর কনভয় প্রবেশ করতেই উচ্ছ্বাসে ফেটে পড়ল গোটা এলাকা। আরতি করে সাদর আমন্ত্রণ জানানো হল মোদীকে। প্রথমে গঙ্গা স্নান, পরে দশাশ্বমেধে আরতি। তারপর কাল ভৈরব মন্দিরে পুজো দিলেন মোদী। ঠিক বেলা ১১টা বেজে ৪০ মিনিট। হিন্দু শাস্ত্র অনুযায়ী, ‘অভিজিৎ মুহুর্ত’ বা ‘আনন্দ যোগ’। ঠিক সেই সময়েই নমিনেশন জমা দিলেন প্রধানমন্ত্রী। গোটা মনোনয়নের প্রক্রিয়ার সময় উপস্থিত থাকলেন যোগী আদিত্যনাথ থেকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। মোদীর মনোনয়নে সঙ্গী হলেন এনডিএ ও বিজেপি জোটসঙ্গীরা। নিশীথ কুমার ছাড়া বাকি সকলেই কমবেশি উপস্থিত ছিলেন।

কেবল রাজনৈতিক নেতৃত্বরাই নয়, ছিলেন মোদীর চার প্রস্তাবকও। রামমন্দিরের পুরোহিত পণ্ডিত গণেশ্বর শাস্ত্রী, আরএসএস নেতা বৈজনাথ প্যাটেল, ওবিসি সমাজের নেতা লালচাঁদ কুশওয়া ও দলিত সমাজের নেতা সঞ্জয় সোনকর। মনোনয়নের পর এক্সে বার্তা নমোর, ‘কাশীর সঙ্গে আমার সম্পর্ক অদ্ভুত। অভিন্ন। অপ্রতিম। এই সম্পর্ক শব্দে ব্যক্ত করা সম্ভব নয়’

মোদীর মনোনয়ন ঘিরে বারাণসীতে ছিল সাজো সাজো রব। উৎসব নগরী হয়ে ওঠে বারাণসী। মনোনয়ন জমা দিতে প্রস্তাবকের তালিকা থেকে গঙ্গারতি। বিকেল পেরতেই রোডশো। সব মিলিয়ে ভোট অঙ্কের ব্যালান্সটা ঠিকই রাখলেন বিজেপির প্রাইম ফেস নরেন্দ্র মোদী।

লোকসভা নির্বাচনের ক্ষেত্রে বলা হয় উত্তরপ্রদেশ যার, দিল্লির মসনদ তাঁর। সেই লক্ষ্যে গত ২ বারের মতো এবারও লোকসভা ভোটে বারাণসী থেকেই লড়ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Leave A Reply

Your email address will not be published.