উচ্চপর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রী, সঙ্গে শাহ-ডোভাল, হামলার জেরে আটক ১৫০০

15

ডিজিটাল ডেস্ক, ২৩ এপ্রিল: পহেলগাঁও জঙ্গি হামলার পাল্টা কীভাবে দেওয়া হবে, তা ঠিক করতে বসেছে নিরাপত্তা সংক্রান্ত ক্যাবিনেট কমিটি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে চলছে এই গুরুত্বপূর্ণ উচ্চপর্যায়ের বৈঠক। উপস্থিত রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল সহ অন্যান্য শীর্ষ আধিকারিকরা। সন্ধ্যা ৬টা নাগাদ শুরু হয়েছে এই বৈঠক।

মঙ্গলবার পহেলগাঁওয়ে জঙ্গি হামলার খবর পাওয়ার পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশে কাশ্মীরে পৌঁছে যান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পরদিন সকালে শ্রীনগরে শহিদদের কফিনে শ্রদ্ধা জানান তিনি। বুধবার বিকেলে দিল্লিতে ফিরে সরাসরি যান প্রধানমন্ত্রীর বাসভবন ৭ লোক কল্যাণ মার্গে। সেখানে ইতিমধ্যেই উপস্থিত ছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

উল্লেখযোগ্যভাবে, ভারতের গোয়েন্দারা ইতিমধ্যেই পাক অধিকৃত কাশ্মীরের অন্তত ৪২টি জঙ্গি ঘাঁটির হদিস পেয়েছেন। সূত্রের খবর, ওই ঘাঁটিগুলিকে লক্ষ্য করে সেনা অভিযানও শুরু হয়েছে। অন্যদিকে, পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গিহানার পর সাড়াশি অভিযানে ১৫০০ জনকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। ধৃতদের মধ্যে অনেকে অতীতে জঙ্গি কার্যকলাপ কিংবা হামলার সঙ্গে জড়িত ছিল বলেই সন্দেহ করা হচ্ছে। আপাতত তাদের জেরা চলছে। তবে মঙ্গলবারের হামলায় সরাসরি অংশ নেওয়া জঙ্গিরা এই তালিকায় রয়েছে কিনা, তা এখনও স্পষ্ট নয়।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের ঠিক আগে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তিন সেনাপ্রধানের সঙ্গে একটি উচ্চপর্যায়ের বৈঠকে বসেন। বৈঠক শেষে কড়া বার্তা দিয়ে তিনি জানান, ‘‘কেউই ছাড় পাবে না। শুধু হামলাকারীরা নয়, এই ঘটনার নেপথ্যে যাঁরা রয়েছেন, তাঁদের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ নেওয়া হবে।’’ রাজনাথ আরও বলেন, ‘‘আমি দেশবাসীকে আশ্বস্ত করতে চাই—সরকার প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা গ্রহণ করবে। যারা এই কাপুরুষোচিত হামলার সঙ্গে যুক্ত, তারা খুব শিগগিরই একটি জোরালো ও স্পষ্ট জবাব পাবে।’’

Comments are closed.