‘আমার কেন্দ্রে এসে লড়ুন’ রাহুল গান্ধীকে ‘চ্যালেঞ্জ’ কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েলের। ভোট এলেই রাহুল গান্ধীর রাম, শিব সবাইকে মনে পরে বলেও কটাক্ষ করেছেন তিনি। তাঁর কথায় রাহুল গান্ধীর চার থেকে পাঁচ কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করা উচিত। তবে যদি উনি ‘তুক্কা’তে একটি কেন্দ্রে জিতে যান বলে কটাক্ষ করেছেন বিজেপি প্রার্থী।’
শনিবার মুম্বইয়ে একটি সাংবাদিক সাক্ষাৎকারে কেন্দ্রীয় মন্ত্রী এবং উত্তর মুম্বাই লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী, পীযূষ গোয়াল বলেছেন, ‘রাহুল গান্ধী যদি উত্তর মুম্বাই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে চান আমি তাকে খোলা মনে স্বাগত জানাই।’
তাঁর কথায়, ‘এমনকি তিনি যদি প্রতিদ্বন্দ্বিতা করতে চান তাহলে তিনি আমেঠি থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন এবং যদি তিনি যথেষ্ট সাহসী হন, তাহ্লে তিনি বরং বারাণসী থেকে ভোটে লড়ে দেখান।’
বিজেপি প্রার্থীর আরও দাবি রাহুল গান্ধী ওয়েনাডে হেরে যাবেন। তাঁর কথায়, ‘তিনি ওয়েনাড থেকে হেরে যাচ্ছেন এবং স্মৃতি ইরানিও অমেঠিতে তাঁকে বিপুল ভোটে হারাবেন। আমার তো মনে হয় ওনার ৪থেকে ৫ কেন্দ্রে লড়া উচিত। তবে যদি কোনও একটি কেন্দ্রে ‘তুক্কা’য় জিতে যান’
এর সঙ্গেই রাম মন্দির প্রসঙ্গেও তোপ দেগেছেন পীযূষ। তিনি বলেন, ‘ যদি অযোধ্যায় যেতে চান তবে তার উচিত ভগবান রামের কাছে ক্ষমা চাওয়া, এটি আলাদা বিষয় যে শ্রী রামের অস্তিত্ব অস্বীকার করেছে এবং রামসেতুকে ধ্বংস করার পরিকল্পনা করেছে। তার উচিত সেখানে যাওয়া এবং তার দলের নেতারা এবং অন্যান্য জোটের শরিকদের যা কিছু বলেছে তার জন্য ক্ষমা চাওয়া।’