ফুটবল মাঠে নতুন নিয়ম। লাল হলুদের সঙ্গেই এবার আন্তর্জাতিক ফুটবলে দেখা যাবে গোলাপি কার্ড। রেফারিদের কাছেই থাকবে এই কার্ড। তবে কোনও খেলোয়ারকে শাস্তি দিতে নয় বরং খেলোয়ার পরিবর্তনের জন্য ব্যবহার করা হবে গোলাপি কার্ড। ২০ শে জুন থেকে শুরু হচ্ছে কোপা আমেরিকা। সেখানেই প্রথম আন্তর্জাতিক ফুটবলে এই কার্ডের ব্যবহার হবে। ফুটবল আইন প্রণয়ন সংস্থা আইএফএবি এই নতুন কার্ড ব্যবহারে সম্মতি জানিয়েছে।
যদি খেলা চলাকালীন কোনও ফুটবলার মাথায় চোট পান বা কনকাশনের কারণে কোনও ফুটবলারকে তুলে নেওয়ার দরকার হয় তখন রেফারি বিপক্ষে দলকে সেই বিষয়ে জানাতে এই কার্ড ব্যবহার করতে পারবেন। কনকাশন সাব হিসাবেও কোনও ফুটবলারকে পরিবর্তন করতে হলে, সংশ্লিষ্ট দলের কোচ গিয়ে মাঠের রেফারি বা চতুর্থ রেফারিকে বলতে পারেন। তখন মাঠের রেফারি এই গোলাপি কার্ড দেখিয়ে বিষয়টি অনুমোদন করবেন।
এই নতুন নিয়ম চালু হওয়ায় একটি অতিরিক্ত সুবিধাও পাওয়া যাবে। তা হল এতদিন কোনও দল সর্বোচ্চ পাঁচ জন খেলোয়ার পরিবর্তন করতে পারত। কিন্তু গোলাপি কার্ড ব্যবহারের ফলে কোনও খেলোয়ার পরিবর্তন করলে তা সেই পাঁচ জনের মধ্যে গণ্য হবে না। অর্থাৎ মোট ৬ জন খেলোয়ার পরিবর্তন করা যাবে। তবে সে ক্ষেত্রে বিপক্ষ দল মোট ৬ জন খেলোয়ার পরিবর্তন করতে পারবে। কিন্তু গোলাপি কার্ডের মাধ্যমে কোনও খেলোয়ার একবার মাঠ ছাড়লে সেই খেলায় আর তিনি অংশ নিতে পারবেন না।
লাল, হলুদ গোলাপি ছাড়াও নীল কার্ডের ব্যবহার দেখা যায়। সেই ক্ষেত্রে রেফারি কোনও খেলোয়ারকে ১০ মিনিটের জন্য মাঠের বাইরে বার করে দিতে পারেন।