বিদ্যুৎ থাকলেও চলে না ফ্যান, জ্বলে না আলো! ক্ষোভে রাস্তা অবরোধ গাইঘাটার বাসিন্দাদের

0 42

প্রায় ১৫ বছর এলাকার বিদ্যুতের ভোল্টেজের অসুবিধা, বার বার অভিযোগ করেও হয়নি কোনও সমস্যার সমাধান। তাই ক্ষোভে  রাস্তা অবরোধ এলাকাবাসীর ।

বিদ্যুৎ থাকলেও ঘনঘন বিদ্যুৎ বিভ্রাট,  ভোল্টেজ সমস্যা। ঠিকমতো চলে না ফ্যান, জ্বলছে না লাইট। দীর্ঘদিন ধরে বিদ্যুতের সমস্যায় ভুগছেন গাইঘাটা ব্লকের ডেওপোল এলাকার বাসিন্দারা। বিদ্যুৎ দফতরে বারবার অভিযোগ জানিয়েও কোনও সমাধান হয়নি। অবশেষে ধৈর্যের বাধ ভাঙলো,  রাস্তা অবরোধ করে বিক্ষোভে ডুমা গ্রাম পঞ্চায়েতের ডেওপুল এলাকার বাসিন্দারা।  

উত্তর ২৪ পরগণার গাইঘাটার ব্লকের ডুমা গ্রাম পঞ্চায়েতের ডেওপুল এলাকায় ইলেকট্রিকের ভোল্টেজের সমস্যা। স্বাভাবিক বিদ্যুৎ পরিষেবার দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা। তোলাবাজ নিপাত যাক গ্রামবাসী কারেন্ট পাক শ্লোগান তুলে রবিবার দুপুরে চাঁদপাড়া ঝাউডাঙ্গা রোডের ডেওপুল এলাকায় রাস্তা অবরোধ করেন তারা। গ্রামবাসীদের দাবি প্রায় ১৫-১৬ বছর ধরে এলাকায় সঠিকভাবে বিদ্যুতের ভোল্টেজ পাওয়া যাচ্ছে না। ঠিকমতো বাড়ির ফ্যান ঘুরছে না, জ্বলছেনা লাইট। অসুস্থ রোগী ও ছেলে মেয়েদের পড়া শোনায় অসুবিধা হচ্ছে। বারংবার বিদ্যুৎ দপ্তরে জানিয়ে আশ্বাস পাওয়া গেলেও সমস্যার সমাধান হয়নি। অবরোধকারীদের দাবি, দীর্ঘদিন ধরে তারা সঠিক বিদ্যুৎ পরিষেবার দাবি জানিয়ে আসছেন। বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে কাজ করতে আসলে তা আটকে দিচ্ছে এলাকার কয়েক জন প্রভাবশালী ব্যক্তিরা।  যতক্ষণ না বিদ্যুৎ পরিষেবার সমস্যার সমাধান হবে ততক্ষণ তারা রাস্তা অবরোধ তুলবেন না বলে জানিয়েছেন বিক্ষোভকারীরা ।

Leave A Reply

Your email address will not be published.