ফের ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু

0 51

ফের ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ। ঘটনা ঘিরে ধুন্ধুমার কাণ্ড আরামবাগ মেডিকেল কলেজে। ভাঙচুর করা হয় এমার্জেন্সি বিভাগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে ছুটে আসতে হয় পুলিশকে।

শুক্রবার গভীর রাতে এমনই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে আরামবাগ মেডিকেল কলেজ চত্বরে।
জানাগেছে, আরামবাগ মেডিকেল কলেজের সুপার স্পেশালিটি বিভাগে বুকে ব্যথা নিয়ে ভর্তি হয় আরামবাগের কালিপুরের বাসিন্দা মহুদা বেগম। অভিযোগ, চিকিৎসক ও নার্সরা ঠিক মতো গুরুত্ব দেয়নি। এছাড়া ভুল ইঞ্জেকশন দেওয়ার জেরেই ওই রোগীর মৃত্যু হয় বলে অভিযোগ। আর তার পরেই ক্ষোভে ফেটে পড়ে মৃতের পরিবারের লোকজন। পরে খবর পেয়ে আরামবাগ থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। তাদের ঘিরেও বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখায়। দোষীদের গ্রেফতারের দাবি তোলা হয়। যদিও পুলিশের আশ্বাসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

রোগী মৃত্যুর পর ধুন্ধুমারের জেরে আতঙ্কে হাসপাতালের কর্মী থেকে অন্যান্য রোগীরাও। তবে, দোষীদের শাস্তির দাবি জানাচ্ছে মৃতের পরিবার।

Leave A Reply

Your email address will not be published.