পহেলগাঁও কাণ্ডের পর নির্লজ্জ স্বীকারোক্তি পাকিস্তানের, বিস্ফোরক পাক প্রতিরক্ষা মন্ত্রী

17

ডিজিটাল ডেস্ক, ২৫ এপ্রিল: সংবাদমাধ্যমের সামনে এসে ‘সন্ত্রাস’ ইস্যুতে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাওয়াজা আসিফ স্বীকার করেছেন, “এটা সত্যি যে গত তিন দশক ধরে পাকিস্তান সন্ত্রাসকে মদত দিয়ে এসেছে।” জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে পাকিস্তান-সমর্থিত জঙ্গি হামলার পর পাক মন্ত্রীর এই স্বীকারোক্তি কূটনৈতিক মহলে তীব্র আলোচনার সৃষ্টি করেছে।

প্রসঙ্গত, দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর দ্বিমেরুকৃত বিশ্বে আমেরিকা এবং সাবেক সোভিয়েত ইউনিয়নের মধ্যে ‘ঠান্ডা যুদ্ধ’ শুরু হয়। মার্কিন অক্ষের সদস্য পাকিস্তান ঠান্ডা যুদ্ধে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে অবস্থান নেয়। এমনকি ২০০১ সালের সেপ্টেম্বর মাসে ওয়াল্ড ট্রেড সেন্টারে সন্ত্রাসবাদী হামলার পর, মার্কিন সেনা যখন আফগানিস্তান কার্যত দখল করে, তখনও আমেরিকার পাশে দাঁড়ায় পাকিস্তান। সেই প্রসঙ্গ উল্লেখ করে পাকিস্তানের মন্ত্রী দাবি করেছেন, আফগানিস্তানে সোভিয়েতের বিরুদ্ধে জঙ্গিদের ঢাল হিসেবে ব্যবহার করেছিল আমেরিকা।

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনা নিয়ে মুখ খুলে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী ভারতকেও দোষারোপ করেছেন। তাঁর দাবি, পাকিস্তান এবং গোটা অঞ্চলে ভারত একটি সমস্যা তৈরি করতে চাইছে।

জম্মু ও কাশ্মীরে জঙ্গি হামলার পর ভারত-পাকিস্তানের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন তীব্র আকার ধারণ করেছে। এমন পরিস্থিতিতে, এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সন্ত্রাসবাদের প্রতি পাকিস্তানের ইন্ধন মেনে নিয়েছেন খাওয়াজা আসিফ।

পহেলগাঁও জঙ্গি হামলায় ২৬ জন পর্যটককে নৃশংসভাবে হত্যা করার ঘটনায় বিশ্বব্যাপী নিন্দার ঝড় উঠেছে। ইতিমধ্যেই এই হত্যাকাণ্ডের পেছনে পাকিস্তানের যোগসূত্রের ইঙ্গিত পাওয়া গেছে। পাকিস্তানের লস্কর-ই-তোইবার ছায়া সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (টিআরএফ) এই হামলার দায় স্বীকার করেছে।

Comments are closed.