Pahalgam Attack : পাকিস্তানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে নামার ডাক, হাইলাকান্দিতে তীব্র প্রতিক্রিয়া

64

Pahalgam Attack : কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়ঙ্কর সন্ত্রাসবাদী হামলার ঘটনায় হাইলাকান্দিতে তীব্র প্রতিক্রিয়া। বেছে বেছে হিন্দুদের চিহ্নিত করে নৃশংস হত্যার ঘটনায় পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধের দাবি উঠল।

জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদীদের আক্রমণে অন্তত ২৬ জন পর্যটকের প্রাণহানি ঘটে। বেছে বেছে হিন্দুদের চিহ্নিত করে নৃশংস খুনের ওই ঘটনায় দেশ জুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। হাইলাকান্দিতেও দেখা দিয়েছে প্রতিক্রিয়া। পাক-মদতপুষ্ট জঙ্গিদের বিরুদ্ধে ক্রোধে ফুঁসছে জনতা। কয়েকটি হিন্দু সংগঠন রাস্তায় নেমে প্রতিবাদ জানায়।

পাক মদতপুষ্ট জঙ্গিদের নৃশংস গণহত্যাকাণ্ডের পর প্রতিবাদে, বিক্ষোভে ফুঁসে উঠেছে দেশবাসী। হাইলাকান্দিতে হিন্দু সংগঠনগুলির মিছিলে অংশ নেন অসংখ্য মানুষ। সংগঠনগুলির বক্তব্য, বারবার ভারতের নিরাপত্তাকে চ্যালেঞ্জ জানিয়েছে পাকিস্তান এবং তাদের মদতপুষ্ট সন্ত্রাসবাদী সংগঠনগুলি। এবারের ঘটনায় পাকিস্তানকে আর ছাড় দেওয়া যাবে না। পাকিস্তানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণার ডাক উঠল মিছিল থেকে।

পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার ঘটনার তীব্র নিন্দা জানান স্থানীয় ব্যবসায়ীরা। মিছিলে তাঁরাও পথ হাঁটেন। পরে, স্থানীয় ব্যবসায়ী স্বপন পাল জঙ্গিদের গণহত্যাকাণ্ডের তীব্র নিন্দা করে বলেন, আমরা ভারত সরকারকে অনুরোধ করছি ফের সার্জিক্যাল স্ট্রাইক করা হোক।

এবিভিপির এক সদস্য বলেন, স্রেফ হিন্দু বলেই এতগুলি নিরীহ মানুষকে হত্যা করেছে জঙ্গিরা। ভারতবর্ষ একটি ধর্মনিরপেক্ষ দেশ। এখানে সব ধর্মের মানুষ রয়েছেন। যেভাবে বেছে বেছে হিন্দুদের খুন করা হয়েছে তা অত্যন্ত নিন্দনীয়। হিন্দুদের আত্মরক্ষা করতে হলে সবাইকে পরশুরাম হতে হবে বলে তিনি মনে করেন।

হিন্দু জাগরণ মঞ্চের হাইলাকান্দি জেলা সভাপতি শান্তনু দেব বলেন, জম্মু-কাশ্মীরে বেচে বেছে ২৬ জন হিন্দুকে হত্যা করা হয়েছে। তারই প্রতিবাদে হিন্দু সংগঠনগুলির এই মিছিল। তিনি বলেন, এখন সমগ্র পাকিস্তান চাই আমরা। পুরো পাকিস্তানকে ধ্বংস করে দিতে হবে।

তিনি আরো বলেন এবারে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে নামার জন্য প্রধানমন্ত্রীকে আহ্বান জানাচ্ছি। সমগ্র দেশবাসী এই ক্ষেত্রে ঐক্যবদ্ধ রয়েছি। প্রয়োজনে আমরাও যুদ্ধে যেতে প্রস্তুত।

হাইলাকান্দির ব্যবসায়ীরাও পাক মদতপুষ্ট জঙ্গিদের হামলার নিন্দা জানিয়ে শোকসভা পালন করেন। শহরের নেতাজি পয়েন্টে একত্রিত হয়ে তাঁরা নিহতদের আত্মার শান্তি কামনায় প্রার্থনা করেন এবং কিছু সময়ের জন্য ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ রেখে প্রতিবাদ জানান।

পহেলগাঁওয়ে গণহত্যাকাণ্ডের ঘটনায় দেশ জুড়ে প্রতিবাদ ধ্বনিত হচ্ছে। হাইলাকান্দি শহরেও আছড়ে পড়েছে প্রতিবাদের ঢেউ। তীব্র ক্ষেভে ফুঁসছে সর্বস্তরের মানুষ। সকলেই চাইছে, পাকিস্তান এবং তাদের মদতপুষ্ট জঙ্গিদের সমুচিত জবাব দেওয়া হোক। এই মুহূর্তে হাইলাকান্দি শহরে উত্তেজনা চরমে। হাইলাকান্দি থেকে অমিতাভ শর্মার রিপোর্ট, এনকে টিভি বাংলা।

Comments are closed.