পুজোয় আর মুখ গোমরা করে ইলিশের খোঁজ করতে হবে না, চলতি মাসেই ৩ হাজার মেট্রিকটন ইলিশ পাঠাচ্ছে বাংলাদেশ। পদ্মার ইলিশ এলে কমে যাবে দাম। এক থেকে দেড় কেজি ওজনের ইলিশ বিক্রি হতে পারে চোদ্দশো টাকা কেজি দরে।
আশ্বিনের শুরুতেই সুখবর, পুজোর আগে রাজ্যে আসছে পদ্মার ইলিশ। চলতি মাসেই ৩ হাজার টন ইলিশ পাঠাচ্ছে বাংলাদেশের ইউনূস সরকার। ২৬ সেপ্টেম্বর থেকে রাজ্যে ইলিশ আসা শুরু হবে। বিজ্ঞপ্তি জারি করেছে বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রক।
যে সমস্ত ব্যবসায়ীরা আগেই ইলিশ আমদানির জন্য আবেদন করেছিলেন তাদের আর নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। তবে নতুনদের ২৪ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে হবে। জোগান বেশি থাকলে কমতে পারে ইলিশের দাম। মনে করছেন ব্যবসায়ীরা।
বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল তা কেটে গেল শনিবারের বাংলাদেশ সরকারের বিজ্ঞপ্তিতে।
এদিন বাংলাদেশ হাইকমিশনের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ৷ সেই বিজ্ঞপ্তিতে তাতে লেখা রয়েছে, “উপর্যুক্ত বিষয় ও সূত্রে প্রাপ্ত পত্রের প্রেক্ষিতে আসন্ন দুর্গাপুজো উপলক্ষে বিভিন্ন রফতানিকারকদের আবেদনের ভিত্তিতে, নির্ধারিত শর্তাবলী পূরণ সাপেক্ষে তিন হাজার মেট্রিক টন ইলিশ রফতানির অনুমতি দেওয়া হল ৷” এই বিজ্ঞপ্তিতে সই রয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব সুলতানা আক্তারের ৷
সাম্প্রতিক অতীতে বাংলাদেশে অস্থির পরিস্থিতির পর এদেশের মানুষ ওপার বাংলার সুস্বাদু ইলিশের স্বাদ থেকে বঞ্চিত হতে চলেছে, একরকম ধরেই নেওয়া হয়েছিল ৷ ইতিমধ্যেই, বাংলায় শারদীয়ার আগমনীর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে ৷ তাই উৎসবের মরশুমে বাংলাদেশ সরকারের দেওয়া এই খবর, এপার বাংলার সাধারণ মানুষের জন্য অত্যন্ত আনন্দের বলেই মনে করা হচ্ছে।