ডিজিটাল ডেস্ক, ২৬ এপ্রিল: ইরানের বন্দর শহর ‘বন্দর আব্বাস’-এ ঘটে গেল ভয়াবহ বিস্ফোরণ। আগুনে পুড়ে মৃত্যু হয়েছে অন্তত ৪ জনের, আহতের সংখ্যা ৫০০-রও বেশি। গুরুতর জখম বহুজন হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন।
এই বিস্ফোরণ ঘিরে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে, বিশেষ করে যখন আমেরিকার সঙ্গে ইরানের পারমাণবিক চুক্তি নিয়ে উত্তেজনা চরমে। যদিও এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে আমেরিকার মিত্র ইজরায়েল। তাদের সেনাবাহিনী স্পষ্ট জানিয়েছে, এই বিস্ফোরণের সঙ্গে তাদের কোনও যোগ নেই।
রাজধানী তেহরান থেকে প্রায় হাজার কিলোমিটার দূরে অবস্থিত ইরানের গুরুত্বপূর্ণ সামুদ্রিক বন্দর ‘বন্দর আব্বাস’-এ ঘটে গেল ভয়াবহ বিস্ফোরণ। ইরানের শুল্ক দপ্তরের জারি করা এক বিবৃতিতে জানানো হয়েছে, শনিবার জ্বালানি তেলবাহী কন্টেনার ইয়ার্ডেই বিস্ফোরণটি ঘটে।
উল্লেখযোগ্যভাবে, বন্দর আব্বাস ইরানের সবচেয়ে আধুনিক এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সমুদ্রবন্দর। দেশের অর্থনীতিতে এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকেই বিশ্ববাজারে মোট উৎপাদিত জ্বালানি তেলের প্রায় এক-পঞ্চমাংশ রফতানি করা হয়।
এই অবস্থায়, যখন আমেরিকার সঙ্গে ইরানের পারমাণবিক চুক্তি নিয়ে দ্বন্দ্ব তুঙ্গে, ঠিক তখনই এই বন্দরে বিস্ফোরণের ঘটনায় আন্তর্জাতিক মহলে নানা প্রশ্ন ও উদ্বেগ দেখা দিয়েছে।
মাস খানেক আগেই ইরানকে হুঁশিয়ারি দিয়ে আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দেন, পারমাণবিক চুক্তি স্বাক্ষর না করলে ইরানে নজিরবিহীন বোমাবর্ষণ চালানো হবে। সেই সতর্কবার্তার পরেই শনিবার বিস্ফোরণে কেঁপে উঠল ইরানের বন্দর শহর বন্দর আব্বাস।
উদ্ধারকারীরা জানিয়েছেন, শহিদ রাজাই বন্দরের জ্বালানি তেল সংরক্ষণের এলাকাতেই একাধিক কন্টেনারে বিস্ফোরণ ঘটে। ঘটনায় কমপক্ষে ৫০০ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে অনেকেই আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। চিকিৎসাধীন অবস্থায় এখনও পর্যন্ত ৪ জনের মৃত্যু হয়েছে।
উল্লেখ্য, ঠিক যখন ওমানে পরমাণু চুক্তি নিয়ে ইরান ও আমেরিকার মধ্যে তৃতীয় দফার আলোচনা চলছে, ঠিক সেই সময়েই বন্দর আব্বাসে ঘটে গেল ভয়াবহ বিস্ফোরণ।
জেরুজালেম পোস্ট-এর দাবি, যেখানে বিস্ফোরণ হয়েছে, তার খুব কাছেই অবস্থিত ইরানের সশস্ত্র বাহিনী ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর একটি গুরুত্বপূর্ণ নৌসেনা ঘাঁটি।
তবে বিস্ফোরণের প্রকৃত কারণ সম্পর্কে এখনও পর্যন্ত কোনও সরকারি মন্তব্য করেনি ইরানের প্রশাসন। ঘটনাটি ঘিরে আন্তর্জাতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।উল্লেখ্য, ঠিক যখন ওমানে পরমাণু চুক্তি নিয়ে ইরান ও আমেরিকার মধ্যে তৃতীয় দফার আলোচনা চলছে, ঠিক সেই সময়েই বন্দর আব্বাসে ঘটে গেল ভয়াবহ বিস্ফোরণ।
জেরুজালেম পোস্ট-এর দাবি, যেখানে বিস্ফোরণ হয়েছে, তার খুব কাছেই অবস্থিত ইরানের সশস্ত্র বাহিনী ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর একটি গুরুত্বপূর্ণ নৌসেনা ঘাঁটি।
তবে বিস্ফোরণের প্রকৃত কারণ সম্পর্কে এখনও পর্যন্ত কোনও সরকারি মন্তব্য করেনি ইরানের প্রশাসন। ঘটনাটি ঘিরে আন্তর্জাতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।
Comments are closed.