Remal Cyclone Updates: আজ সন্ধের মধ্যেই ঘূর্ণিঝড়ে পরিণত হবে ‘রেমাল’! রবিবার মধ্যরাতে শুরু ‘ল্যাণ্ডফল’, ১৩৫ কিমি প্রতি ঘন্টায় বইবে হাওয়া, এখন কী পরিস্থিতি

0 33

শনিবার সন্ধের মধ্যেই ঘূর্ণিঝড়ে পরিণত হবে ‘রেমাল’ জানাচ্ছে হাওয়া অফিস। বঙ্গোপসাগরে ক্রমেই তৈরি হচ্ছে ‘রেমাল’-এর অনুকূল পরিস্থিতি। কলকাতা সহ দক্ষিণ বঙ্গের একাধিক জেলায় ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস ছিল আগেই। শনিবার দুপুরে দেওয়া হাওয়া অফিসের তথ্য অনুসারে সন্ধে সাড়ে ৭ টার মধ্যেই কলকাতা সহ ৮ জেলায় শুরু হতে পারে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি। যার মধ্যে রয়েছে দুই ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, কলকাতা এবং নদিয়া। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি বইতে পারে ৪০-৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া। 

আবহাওয়া দফতরের সতর্কতা অনুযায়ী, ঘূর্ণিঝড় ‘রেমাল’ আছড়ে পড়তে চলেছে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের সংলগ্ন উপকূলে। ঘূর্ণিঝড়ের প্রভাবে ল্যাণ্ডফলের সময় ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে দক্ষিণবঙ্গের দুই জেলায়। হাওয়া অফিস সূত্রে খবর, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনায় রবিবার এবং সোমবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বজ্রপাত এবং ঝড় হতে পারে। জারি করা হয়েছে লাল সতর্কতা। 

এই মুহূর্তে গভীর নিম্নচাপ অবস্থান করছে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে। স্থলভাগের অনেকটা কাছাকাছি এগিয়ে এসেছে নিম্নচাপ। গত ছ’ঘণ্টায় নিম্নচাপ ১৭ কিলোমিটার বেগে স্থলের দিকে এগিয়েছে। গভীর নিম্নচাপ থেকে শনিবার রাতে ঘূর্ণিঝড় তৈরি হবে বলে আশঙ্কা। শক্তি বাড়িয়ে তা ক্রমশ এগোবে উত্তর দিকে। সমুদ্রেই প্রবল আকার নেবে এই ঘূর্ণিঝড়। রবিবার গভীর রাতে বাংলাদেশের খেপুপাড়া এবং পশ্চিমবঙ্গের সাগরদ্বীপের মধ্যবর্তী অংশে আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। ল্যাণ্ডফলের সময় উপকূলবর্তী জায়গায় হাওয়ার বেগ থাকবে ১১০ থেকে ১২০ কিলোমিটার প্রতি ঘন্টা। কোথাও কোথাও ১৩৫ কিলোমিটার পর্যন্ত ঝড়ের বেগ উঠতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

পরিস্থিতি মোকাবিলার জন্য দক্ষিণবঙ্গে এনডিআরএফ-এর ১২টি দল নিযুক্ত করা হয়েছে। এনডিআরএফ-এর এই ১২টি দল থাকবে কলকাতা বিমানবন্দর এলাকা, হাসনাবাদ, বসিরহাট, গোসাবা, কাকদ্বীপ, সাগরদ্বীপ, দিঘার রামনগর, কাঁথি, দাঁতন, নারায়ণগড় এবং আরামবাগে। এ ছাড়া, দিঘায় দু’টি দল থাকবে।  ঝড় এবং তার পরবর্তী পরিস্থিতি মোকাবিলা করতে মতায়েন থাকবে তাঁরা।

Leave A Reply

Your email address will not be published.