নিউজ ডেস্ক, ৯ নভেম্বর : যানজট রোধের পরিকল্পনা উত্তর-পূর্ব সীমান্ত রেলের। অচিরেই লেভেল ক্রসিংহীন হবে গুয়াহাটি। যানজট রোধে গুয়াহাটির ১৩টি লেভেল ক্রসিং বন্ধ করে দেবে উত্তর-পূর্ব সীমান্ত রেল। রেল লাইন পেরনোর জন্য তৈরি করা হবে আন্ডারপাস অথবা উড়ালপুল।
গুয়াহাটির বিভিন্ন লেভেল ক্রসিং-এর যানজটে চরম দুর্ভোগ পোহাতে হয় বাসিন্দাদের। এই যানজটের সমস্যার সমাধান করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে উত্তর-পূর্ব সীমান্ত রেল। লেভেল ক্রসিং-এর পরিবর্তে নিৰ্মিত হবে আন্ডারপাস অথবা উড়ালপুল।
ইতিমধ্যেই অসম সরকারের সঙ্গে এ ব্যাপারে আলোচনা হয়েছে উত্তর-পূর্ব সীমান্ত রেলের। ধাপে ধাপে তুলে দেওয়া হবে শহরের ১৩টি লেভেল ক্রসিং। লেভেল ক্রসিং বন্ধ করে বিকল্প ব্যবস্থা তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই গুয়াহাটির মালিগাঁওয়ে শুরু হয়েছে আন্ডারপাস নির্মাণের কাজ। কামাখ্যায় শুরু হয়েছে কাজ। এই অর্থবর্ষেই কাজটি শেষ করার লক্ষ্য রয়েছে।
রেল লাইন পার হতে গিয়ে অনেকেই নিজেদের বিপদ সম্পর্কে সজাগ হচ্ছে না। বিপজ্জনকভাবে রেল লাইন পারাপার না করার জন্য তাই আহ্বান এন এফ রেলের।
রাজধানী, শতাব্দী, দুরন্ত এক্সপ্রেস, বন্দে ভারত-সহ বহু ট্রেন যাতায়াত করে গুয়াহাটি থেকে। এ ছাড়াও রয়েছে বিভিন্ন দূরপাল্লার এক্সপ্রেস, মালগাড়ি। ফলে, ট্রেন অতিক্রমের সময় গেট নামানো হলে সড়কগুলোতে দেখা দেয় তীব্র যানজট। নয়া ব্যবস্থায় যানজটের সমস্যা থেকে রেহাই পাবে উত্তরপূর্বের দ্বার বলে পরিচিত গুয়াহাটি।