নিউজ ডেস্ক, ১৫ সেপ্টেম্বর : হিংসার আগুন এখনও জ্বলছে মণিপুরে। গত সাড়ে চার মাস থেকে গোষ্ঠীহিংসায় জর্জর রয়েছে মণিপুর। এরই মধ্যে মণিপুর সরকার যৌন নিপীড়ন ও অন্যান্য অপরাধের শিকার মহিলাদের জন্য একটি ক্ষতিপূরণ প্রকল্প অনুমোদন করেছে।
কমিশনার টি রঞ্জিত সিং ১৪ সেপ্টেম্বর নির্দেশনা জারি করে বলেছেন, রাজ্য সরকার যৌন নিপীড়ন এবং অন্যান্য অপরাধের শিকার মহিলাদের জন্য ক্ষতিপূরণ প্রকল্প, ২০২৩’ অনুমোদন করেছে।
এই প্রকল্পের আওতায় গণধর্ষণের শিকার নারীদের ন্যূনতম ৫ লক্ষ টাকা থেকে সর্বোচ্চ ১০ লক্ষ টাকা এবং ধর্ষণের শিকার রা ৪-৭ লক্ষ টাকা পাবেন।
এসিড হামলার শিকারদের ৭-৮ লক্ষ টাকা পাবেন।
আরও বলা হয়েছে, কোনও মহিলার প্রাণহানি বা জোর পূর্বক নিখোঁজ হলে ক্ষতিপূরণের পরিমাণ ৫-১০ লক্ষ টাকা হবে।
মণিপুর স্টেট লিগ্যাল সার্ভিস অথরিটি বা ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটির সিদ্ধান্ত অনুযায়ী ক্ষতিগ্রস্থ মহিলা বা তার নির্ভরশীলদের ক্ষতিপূরণ দেওয়া হবে। এই প্রকল্পটি ভুক্তভোগী এবং তাদের নির্ভরশীলদের ক্ষেত্রে প্রযোজ্য হবে যারা অপরাধের ফলস্বরূপ ক্ষতি বা আঘাতের শিকার হয়েছেন এবং যাদের পুনর্বাসনের প্রয়োজন।