ইম্ফল বিমানবন্দরের কাছে UFO

0 20

নিউজ ডেস্ক, ২০ নভেম্বর : হঠাৎ চাঞ্চল্য ইম্ফলের বীর টিকেন্দ্রজিৎ বিমানবন্দরে। রানওয়ের ঠিক উপরে উড়ছে অজানা ড্রোন। সঙ্গে সঙ্গে বিষয়টি বিমানবন্দর কর্তৃপক্ষকে জানানো হয়।

রবিবার দুপুর ২.৩০ টা নাগাদ হঠাৎ রানওয়ের উপরে উড়তে দেখা যায় এক অজ্ঞাত বস্তুকে। সেটি প্রথমে বিমানবন্দরের টার্মিনাল ভবনের ওপর দিয়ে উড়ে যায়। পরে সেটি এটিসি টাওয়ারের ওপরে দক্ষিণ দিকে সরে যায়। কিছু সময়ের জন্য সেখানে স্থির থাকে সঙ্গে সঙ্গে উত্তেজনা এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে।

তারপরেই তড়িঘড়ি আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়। বিমানের উড়ান এবং অবতরণ বন্ধ করে দেওয়া হয়। হাই অ্যালার্ট জারি করা হয়। বিমান চলাচল বন্ধ করে দেওয়ার ফলে বিমানবন্দরে আটকে পড়েন যাত্রীরা।

এদিকে, ভারতীয় বায়ুসেনার হাতে আকাশসীমার নিয়ন্ত্রণ তুলে দেওয়া হয়। কাজে নেমে পড়ে ভারতীয় বায়ুসেনার বিমান। কিন্তু তন্নতন্ন করে খুঁজেও কিছু মেলেনি। বস্তুটি বিকেল ৪টা ৫ মিনিট পর্যন্ত ছিল। এরপরই সেটি ‘অদৃশ্য’ হয়ে যায়। তল্লাশি চালিয়ে সন্ধেয় ছাড়পত্র দেয় ভারতীয় বায়ুসেনা। বিকেল সাড়ে পাঁচটায় ফের শুরু হয় বিমান পরিষেবা।

ঘটনায় চারিদিকে উত্তেজনা। কারণ গত মে মাস থেকে কুকি এবং মেইতেইদের সংঘর্ষে উত্তপ্ত মণিপুর। হিংসা চলাকালীন ড্রোনের ব্যবহারও চোখে পড়েছে। এদিকে পড়শি দেশ মায়ানমারে নতুন করে লড়াই দেখা দিয়েছে। সীমান্ত সংলগ্ন চিন প্রদেশে বিদ্রোহীদের প্রতিহত করতে ড্রোন হামলা চালাচ্ছে মায়ানমারের জুন্টা সরকার। সেখান থেকে কোনও ড্রোন উড়ে এসেছিল কিনা, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। তবে ওই অজ্ঞাত উড়ন্ত বস্তুটি আসলে কী ছিল, তা স্পষ্ট নয়।

Leave A Reply

Your email address will not be published.