নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের রায়ের পর থেকেই জেলায় জেলায় স্কুলগুলিতে অনিশ্চয়তার কালো ছায়া।
এরই মধ্যে জেলা স্কুলের হাল হাকিকত জানতে NKTV বাংলার ক্যামেরা পৌঁছল জলপাইগুড়ি জেলার বেলাকোবা উচ্চ বালিকা বিদ্যালয়ে। সেখানের প্রধান শিক্ষিকা জানান আগে থেকেই স্কুলের ছাত্র সংখ্যা ছিল বেশি শিক্ষিকার সংখ্যা ছিল কম, তার মধ্যে সুপ্রিম কোর্টের রায়ে তিনজনের চাকরি চলে গেছে। এরফলে ক্লাস নিতে অসুবিধা হচ্ছে।
পাশাপাশি স্কুলের ছাত্রছাত্রীরা জানাচ্ছে দীর্ঘদিন ধরেই স্কুলে ঠিকমতো ক্লাস হয় না। বেশিরভাগ দিনই রোল কলের পর থেকেই বসে থাকতে হয় তাদের, অপেক্ষা করতে হয় শিক্ষিকাদের জন্য। তার মধ্যে এখন তো আবার তিনজন শিক্ষক চলে গেছেন। তাদের ক্লাস ঠিকমতো হচ্ছে না বলে অভিযোগ। এই পরিস্থিতিতে ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে চিন্তায় অভিভাবকরা। কবে পরিস্থিতি ঠিক হবে? কবে পর্যাপ্ত শিক্ষক পাবে ছাত্র-ছাত্রীরা, এই নিয়ে চিন্তায় অভিভাবকরা।
স্কুলের প্রধান শিক্ষিকা জানান অভিভাবকদের অভিযোগ ঠিক, কারণ স্কুলে রয়েছে ১৩০০-র উপরে ছাত্রী কিন্তু শিক্ষিকার সংখ্যা ১৬, কোনওমতে কষ্ট করে স্কুল চলত, আবার তিন জনের চাকরি চলে যাওয়াতে আরও সমস্যায় পড়তে হচ্ছে। বিশেষত সে সমস্ত শিক্ষিকারা যে বিষয়গুলি পড়তেন সেই বিষয়গুলো পড়ানোর বিকল্প কোনও শিক্ষিকা নেই স্কুলে। এখন ১৩ জন শিক্ষিকা মিলে যতদূর সম্ভব চেষ্টা চালানো হচ্ছে স্কুল চালিয়ে যাওয়ার। প্রধান শিক্ষিকার দাবি উপরমহলে জানানো হয়েছে এই পরিস্থির কথা। তবে এভাবে শিক্ষিকার সংখ্যা কমে গেলে ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা কিন্তু থেকেই যাচ্ছে।
Comments are closed.