নজরে সেই কোচবিহার, রাজ্যের মন্ত্রীর বিরুদ্ধে এ বার কমিশনে গতিবিধি নিয়ন্ত্রণের আর্জি কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর। ভোটের আগে বার বার রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা কোচবিহারের বিদায়ী সাংসদ নিথীথ প্রামাণিকের সংঘর্ষে উত্তপ্ত হয়েছে কোচবিহার। প্রচার চলাকালীন দুই মন্ত্রীকে একে অপরের দিকে তেড়ে যেতে দেখেছে আমজনতা। এ বার সেই উদয়ন গুহ আচরণ গতিবিধি নিয়ন্ত্রণের আর্জি নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হলেন নিশীথ প্রামাণিক।
কমিশনের কাছে নিশীথের নালিশ ‘আপনারা জানেন যে উদয়ন গুহই যাবতীয় গুন্ডামির মূল হোতা। নির্বাচনী আদর্শ আচরণবিধি চালু হয়ে যাওয়া সত্ত্বেও প্রশাসনের অনুমতিক্রমে করা র্যালিতেই আমাকে দু’বার আক্রমণ করেছেন।’
কমিশনের কাছে অভিযোগ জানানোর সময় ২০২১ ভোট পরবর্তী হিংসার উল্লেখ করেছেন নিশীথ। তিনি বলেন জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্টেও সেই সময় উদয়নের নাম ছিল। তাঁর ঘৃণাযুক্ত ভাষণের প্রভাবে তৃণমূল আশ্রিত গুণ্ডারা অশান্তি ছড়াচ্ছে।
তাই ১৯ মে উদয়ন গুহ যেন নির্বাচনের ভোট গ্রহণের সময় নিজের বুথের এলাকার বাইরে না বেরোতে পারেন সেই আর্জি করেছেন নিশীথ। এমনকি তাঁর গতিবিধি না বেধে দিলে সুষ্ঠ এবং শান্তিপূর্ণ ভোট হবে না বলেও দাবি করেছেন তিনি। তবে এই বিষয়ে পালটা উদয়নের দাবি ভোট ঘোষণার প্র থেকে বার বার তিনিই আক্রান্ত হচ্ছেন।