পহেলগাঁও হামলার তদন্তভার নিল NIA, তদন্ত প্রক্রিয়াও শুরু, কোন কোন প্রশ্ন উঠে আসছে?

12

ডিজিটাল ডেস্ক, ২৭ এপ্রিল: পাঁচদিন পর সরকারিভাবে পহেলগাঁও হামলার তদন্তভার গ্রহণ করেছে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। রবিবার সকালে আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু করেছে এনআইএ। তবে এর আগেই এনআইএ-র আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে সরেজমিনে পরিস্থিতি পর্যালোচনা করেছেন এবং প্রাথমিক তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে।

পহেলগাঁও হামলার পর একাধিক প্রশ্ন সামনে আসছে। কীভাবে হামলা চালানো হলো, কোন পথে পালাল জঙ্গিরা? কোন গোপন অ্যাপের মাধ্যমে সংকেত আদান-প্রদান হয়েছে, এবং স্থানীয় কেউ কি এতে যুক্ত ছিল? এসব প্রশ্নের উত্তর খোঁজার জন্য এনআইএ পুরো ঘটনার তদন্ত করবে। এখন পর্যন্ত জানা গেছে, মঙ্গলবার দুপুরে বৈসরণ ভ্যালি রিসর্টে হামলা চালায় চারজন জঙ্গি, তাদের মধ্যে দু’জন পাকিস্তানি এবং বাকি দু’জন কাশ্মীরের বাসিন্দা। চারজনের স্কেচও প্রকাশ করা হয়েছে। এছাড়া, হামলার সঙ্গে আরও কারা যুক্ত ছিল, সেই বিষয়টিও খতিয়ে দেখা হবে।

এই হামলার পেছনে শুধুমাত্র পাকিস্তান এবং লস্করের টিআরএফ শাখার হাত রয়েছে, নাকি এর সাথে হামাসের মতো জঙ্গিগোষ্ঠীরও যোগসূত্র রয়েছে? গোয়েন্দারা ইতিমধ্যেই প্রাথমিকভাবে হামাসের সঙ্গে এই হামলার ধাঁচের মিল পেয়েছেন। এই সম্ভাবনাও খতিয়ে দেখবে এনআইএ।

এদিকে রবিবারও নিয়ন্ত্রণরেখা বরাবর বিনা প্ররোচনায় গুলি চালিয়েছে পাক সেনা। পহেলগাঁও হামলার পর পাক সরকার শিমলা চুক্তি অমান্য করার হুঁশিয়ারি দেওয়ার পর থেকেই পাকিস্তান নিয়মিতভাবে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করছে। রবিবার সকালেও সীমান্তের ওপার থেকে গুলি চালানো হয়। সেনার তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, “২৬-২৭ তারিখের রাতে নিয়ন্ত্রণরেখায় বিনা প্ররোচনায় পাকিস্তানি ঘাঁটিগুলি থেকে ছোট অস্ত্র দিয়ে গুলিবর্ষণ করা হয়েছে। টুটমারি গলি এবং রামপুর সেক্টর এলাকায় এই ঘটনা ঘটেছে।” পাকিস্তানি হামলার যোগ্য জবাব দিয়েছে ভারতীয় সেনাও।

Comments are closed.