মালেগাঁও বিস্ফোরণ মামলায় সাধ্বী প্রজ্ঞার মৃত্যুদণ্ড চাইল এনআইএ

14

ডিজিটাল ডেস্ক, ২৫ এপ্রিল: ২০০৮ সালের মালেগাঁও বিস্ফোরণ মামলায় প্রাক্তন বিজেপি সাংসদ ও বিজেপি নেত্রী প্রজ্ঞা সিংহ ঠাকুরের জন্য মৃত্যুদণ্ড চেয়ে আদালতে আবেদন জানিয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। মামলার তদন্ত শেষ করে মুম্বইয়ের বিশেষ আদালতে এই আবেদন জমা দিয়েছে এনআইএ। শুধু প্রজ্ঞা নন, আরও ছয় জন অভিযুক্তের বিরুদ্ধেও মৃত্যুদণ্ডের আবেদন জানানো হয়েছে।

১৭ বছর আগে ঘটে যাওয়া ওই বিস্ফোরণে প্রাণ হারান ছয় জন, আর আহত হন শতাধিক মানুষ। মামলাটির তদন্ত শেষে এনআইএ প্রায় দেড় হাজার পৃষ্ঠার রিপোর্ট জমা দেয় বিচারক এ কে লোহটির এজলাসে। সেই রিপোর্টে প্রজ্ঞা সহ অন্যান্য অভিযুক্তদের বিরুদ্ধে ১৬ ও ১৮ নম্বর ইউএপিএ ধারা ছাড়াও ভারতীয় দণ্ডবিধির ১২০ (বি), ৩০২, ৩০৭, ৩২৪, ৩২৬ ও ৩২৭ ধারায় অভিযোগ আনা হয়েছে। আদালত সূত্রে জানা গেছে, শুনানি শেষ হলেও বিচারক এখনো রায় ঘোষণা করেননি। মামলার রায় ঘোষণা হবে আগামী ৮ মে। উল্লেখযোগ্যভাবে, এই মামলায় মোট ২৯১ জন সাক্ষ্য দিয়েছেন।

পাশাপাশি প্রাক্তন সাংসদের সঙ্গে অভিযুক্তের তালিকায় নাম রয়েছে কর্নেল প্রসাদ পুরোহিত, অজয় রোহিরকর, মেজর রমেশ উপাধ্যায়, স্বামী দয়ানন্দ পাণ্ডে, সমীর কুলকার্নি ও সুধাকর চতুর্বেদীর।

উল্লেখযোগ্য, ২০০৮ সালের ২৯ সেপ্টেম্বর মুম্বই থেকে প্রায় ২৭০ কিলোমিটার দূরে মালেগাঁওয়ে ঘটে ভয়াবহ বিস্ফোরণ। সেই বিস্ফোরণে প্রাণ হারান ছয় জন নিরীহ নাগরিক, আহত হন প্রায় শতাধিক। ঘটনার পর তদন্তে নেমে বিশ্ব হিন্দু পরিষদের নেত্রী সাধ্বী প্রজ্ঞা এবং ভারতীয় সেনার কর্নেল পুরোহিতকে গ্রেপ্তার করে তদন্তকারীরা। তৎকালীন ইউপিএ সরকার দাবি করেছিল, ভারতে ‘হিন্দু সন্ত্রাসবাদ’-এর একটি শাখা ক্রমে বিস্তার লাভ করছে।

Comments are closed.