ফের উঠে এসেছে রেফার বিতর্ক

0 15

নিউজ ডেস্ক, ৮ ডিসেম্বর : মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে একের পর এক সদ্যোজাতর মৃত্যু। কারণ অনেক। হাসপাতাল বলছে, অন্য কারণ ছাড়াও মূলত অপুষ্টিতেই ভুগছিল বেশিরভাগ মৃত সদ্যোজাতরা। ফের উঠে এসেছে রেফার বিতর্কও।

২৪ ঘণ্টায় ১০ সদ্যোজাতের মৃত্যু। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের এই ঘটনায় তোলপাড় রাজ্যজুড়ে। প্রশ্নের মুখে সুপার স্পেশাল হাসপাতালের হাল।

মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ৬৫ বেডে ভর্তি প্রায় ১৫০ সদ্যোজাত। সদ্যোজাতদের রেফার করা হচ্ছে জঙ্গিপুর হাসপাতাল থেকে। দাবি মুর্শিদাবাদ হাসপাতালের অধ্যক্ষের।
পরিষেবা উন্নত করতে এক মাস ধরে কাজ চলছে জঙ্গিপুর হাসপাতালে। কিন্তু গত ১৫ দিনে রেফার করা হয়েছে মাত্র ৮ জনকে। দাবি জঙ্গিপুর হাসপাতালের সুপারের।
এ নিয়ে বিতর্ক চাইছেন না মুর্শিদাবাদ মেডিক্যালের অধ্যক্ষ। তবে তুলে ধরছেন সমস্যাটাও।
শিশুমৃত্যু নিয়ে তরজায় দুই হাসপাতাল। রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান বিধায়ক অপূর্ব সরকার আছেন দুই হাসপাতালেরই পাশে।
তবু এই ঘটনায় প্রশ্নের মুখে সুপার স্পেশাল মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের হাসপাতালের হাল। হয়তো জঙ্গিপুর হাসপাতাল এত রেফার করছে না। হয়তো সদ্যোজাতদের নিয়ে জঙ্গিপুরের অনেকেই চলে আসছেন মুর্শিদাবাদ হাসপাতালে। তবে কি জঙ্গিপুর হাসপাতালের পরিষেবায় ভরসা নেই সেখানকার মানুষজনের? উঠছে এই প্রশ্নটাও।

Leave A Reply

Your email address will not be published.