ফের ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল, মৃত প্রায় ৭০

0 11

নিউজ ডেস্ক, ৪ নভেম্বর : শুক্রবার রাতে ভূমিকম্পে কেঁপে উঠেছিল নেপাল সহ উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকা। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৪। নেপালে ভূমিকম্পে এখনও পর্যন্ত কমপক্ষে ৭০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বহু। কম্পন অনুভূত হয়েছে কলকাতা, দিল্লি-এনসিআর, উত্তরপ্রদেশের অযোধ্যা, লখনউ এবং বিহারের বেশ কিছু জায়গায়। নেপালের পাহাড়ের কোলে থাকা জাজারকোট গ্রামই সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যাচ্ছে। নেপালের রুকুম জেলায় বহু বাড়ি ভেঙে পড়েছে। রাত ১১টা ৩২ মিনিটে কম্পন অনুভূত হয়। রাতেই জরুরি ভিত্তিতে শুরু হয়েছে উদ্ধারকাজ। ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি এখনও।

নেপালে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় প্রশাসনের তরফ থেকে জানানো হচ্ছে, ভূমিকম্পের জেরে বহু জায়গার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। এই আবহে রাত থেকেই শুরু হয় উদ্ধারকাজ। এখনও পর্যন্ত ৭০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। জানা গিয়েছে, আরও বহু মানুষ এই ভূমিকম্পে আহত। তাদের অনেককেই হাসপাতালে ভরতি করা হয়েছে। চলছে চিকিৎসা। তবে ভারতে এখনও পর্যন্ত কারও হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়েছে, শুক্রবার রাত ১১টা ৩২ মিনিটে কেঁপে ওঠে দিল্লি-এনসিআর সহ বিস্তীর্ণ এলাকা। ভূমিকম্পের উৎসস্থল নেপাল। কম্পনের কেন্দ্র মাটি থেকে মাত্র ১০ কিলোমিটার নীচেই। রাজধানীতে কম্পনের ফলে অনেক বাসিন্দাই আতঙ্কে নিজেদের বাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন। এই নিয়ে গত এক মাসের মধ্যে তিন বার কেঁপে উঠল ভারতের প্রতিবেশী রাষ্ট্র নেপাল।

Leave A Reply

Your email address will not be published.