LokSabha Election 2024: একই বিমানে চেপে রাজধানী পাড়ি দিলেন নীতীশ-তেজস্বী! লালুপুত্র বললেন ‘দেখতে থাকুন কী কী হয়’
একই বিমানে পর পর বসে দুই শিবিরের দুই নেতা নীতীশ কুমার এবং তেজস্বী যাদব। মঙ্গলবার লোকসভা ভোটের ফল ঘোষণা হওয়ার পর থেকেই তৎপর শাসক-বিরোধী দুই পক্ষ। বিজেপি একক রাজনৈতিক দল হিসাবে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠটা তা পেলেও ম্যাজিক ফিগার পার করেছে এনডিএ। তাই শরিকদের কাঁধে ভর করে সরকার গড়তে প্রস্তুত গেরুয়া শিবির। অন্যদিকে বিরোধী জোট হিসাবে ‘ইন্ডিয়া’ ভাল ফল করার পরেই নড়েচড়ে বসেছে জোটের শরিকরা। শেষ দফা ভোটের দিন বৈঠক করেছিলেন শরিকরা, কথা ছিল ভোটের ফল প্রকাশের পরের দিন আবারও বৈঠক করবেন বিরোধীরা। সেই মতোই বুধবার নিজেদের জোট আরও মজবুত করতে ‘ইন্ডিয়া’ জোটের সভাপতি মল্লিকার্জুন খড়্গের বাড়িতে ডাক দেওয়া হয়েছে বৈঠকের। আর সেই বৈঠকে যোগ দিতেই বিহার থেকে রওনা হয়েছেন প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী তথা লালু পুত্র তেজস্বী যাদব।
বুধবার নিজেদের হাত শক্ত করতে বৈঠকের ডাক দিয়েছে এনডিএ জোট। সেই বৈঠকে যোগ দিতে রওনা হয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী তথা এই মুহুর্তে এনডিএ জোটের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য নীতীশ কুমার।
ঘটনাচক্রে এই দিন একই বিমানে চেপে দুই বিরোধী নেতাকে রাজধানী পাড়ি দিতে দেখা গেল। এমন কি নীতিশ এবং তেজস্বীকে বিমানে পর পর সিটে বসতে দেখা গেল। এর পরেই শুরু হয়েছে জল্পনার। কারণ এই মুহুর্তে বিজেপিকে সরকার গড়তে হলে নীতীশ কুমার এবং চন্দ্রবাবু নায়ডুর সমর্থন একান্ত প্রয়োজন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত কাল নিজের ভাষণে তৃতীয়বার এনডিএ সরকার গড়ার কথা জানিয়েছেন। বিজেপি সূত্রে খবর ৮ জুন প্রধানমন্ত্রী পদে মোদীর শপথ গ্রহণের জন্য রাষ্ট্রপতি এবং স্পিকারের কাছে আবেদন করা হয়েছে।
এই সময়ে নীতীশের ‘ইন্ডিয়া’ শরিকের সঙ্গে সফরে রাজনীতি দেখছেন কেউ কেউ। কারণ নীতীশের রাজনৈতিক ইতিহাস বলছে তিনি বার বার জোট বদল করেছেন। তাই জাতীয় রাজনীতিতে তিনি আবার ‘পালটিকুমার’ নামেও পরিচিত। ‘ইন্ডিয়া’ জোট গঠনের গোড়াতেও তিনি ছিলেন বিরোধী শিবিরেই, এমনকি প্রথম বৈঠক হয়েছিল পাটনাতে। কিন্তু তারপর জানুয়ারি মাসেই জোট ‘ইন্ডিয়া’ ছেড়ে এনডিএতে যোগ দিয়েছেন তিনি। তার পর থেকে এনডিএতেই রয়েছেন। অন্য দিকে, তেজস্বী শত্রু জোটের শরিক। ৪০ আসনের বিহারে নীতীশের জেডিইউ এবং বিজেপি দুই সঙ্গীর প্রাপ্ত আসন ১২ করে। লালুর আরজেডি পেয়েছে ৪টি আসন।
যদিও গত কাল নীতীশ কুমার জানিয়েছেন যে তাঁকে প্রধানমন্ত্রী করা হলেও ‘ইন্ডিয়া’ জোটে ফিরবে না তিনি। তবে দিল্লি বিমানবন্দর থেকে বৈঠকের উদ্দেশ্যে যাওয়ার সময় তাঁকে সাংবাদিকরা নীতীশ কুমারের সঙ্গে কোনও কথা হল কি না সেই বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, ‘কথা আর কী হবে নমস্কার, প্রমাণ, কুশল-মঙ্গল, এই সব হল। এখনই এত উতলা হবেন না। একটু ধৈর্য ধরুন আর দেখতে থাকুন এ বার কী কী হয়।’
২০২৪-এর লোকসভা নির্বাচনে এনডিএ জোট মোট ২৯২ আসনে জয় পেয়েছে। বিজেপি পেয়েছে ২৪০ আসন। অন্য দিকে বিরোধী জোট ‘ইন্ডিয়া’ পেয়েছে ২৩৪টি আসন। উল্লেখযোগ্য ভাবে আসনসংখ্যা বৃদ্ধি পেয়েছে কংগ্রেসের। এখনও অবধি লোকসভা আসনের সংখ্যার হিসাব বলছে, সব কিছু ঠিক থাকলে কেন্দ্রে সরকার গড়বে এনডিএ। কিন্তু রাজনীতির পরীক্ষায় অন্য কোনও উপায়ে ‘ইন্ডিয়া’ অঙ্ক মেলাবে কি না তার দিকেই তাকিয়ে গোটা দেশ। ইতিমধ্যেই ‘ইন্ডিয়া’ বৈঠকে যোগ দিতে দিল্লি পৌঁছেছেন স্ট্যালিন, শরদ পাওয়ারের মতো একাধিক নেতাও।