নিউজ ডেস্ক, ২০ সেপ্টেম্বর : নতুন সংসদ ভবনে অধিবেশন শুরু হতে না হতেই শুরু হল নতুন বিতর্কও। এবার অভিযোগ উঠল, সাংসদদের সংবিধানের যে কপি দেওয়া হয়েছে। তাতে সংবিধানের প্রস্তাবনা থেকে ধর্মনিরপেক্ষ (Secular) ও সমাজতান্ত্রিক (Socialist)- এই দুটি শব্দ বাদ দেওয়া হয়েছে। এই বিষয়টি সামনে এনেছেন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। সরকারের তরফে এখনও এই বিষয়ে কোনও ব্যাখ্যা দেওয়া হয়নি।
কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী বলেন, “আজ (১৯ সেপ্টেম্বর) সংবিধানের যে নতুন কপি আমাদের দেওয়া হয়েছে, যা আমরা হাতে নিয়ে নতুন সংসদ ভবনে প্রবেশ করেছি, তার প্রস্তাবনায় ‘সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ’ শব্দটি নেই।
“আমরা জানি যে ১৯৭৬ সালে একটি সংশোধনীর পরে এই শব্দগুলি যুক্ত করা হয়েছিল, কিন্তু যদি কেউ আজ আমাদের সংবিধান দেয় এবং এতে সেই শব্দগুলি না থাকে তবে এটি উদ্বেগের বিষয়,”।
চৌধুরী বলেন, ‘আমি এই বিষয়টি উত্থাপন করার চেষ্টা করেছি, কিন্তু আমি এই বিষয়টি উত্থাপন করার সুযোগ পাইনি’।
এর আগে মঙ্গলবার পাঁচ দিনের বিশেষ অধিবেশনের দ্বিতীয় দিনে নতুন সংসদ কমপ্লেক্সে লোকসভায় বক্তৃতা করার সময়, কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী বলেছিলেন যে কেউ ‘ইন্ডিয়া’ এবং ‘ভারত’-এর মধ্যে অপ্রয়োজনীয় ফাটল তৈরি করার চেষ্টা করবেন না। ভারতের সংবিধান অনুযায়ী উভয়ের মধ্যে কোনও পার্থক্য নেই।