মোদীর ভাষণে শুরু সংসদের বিশেষ অধিবেশন

0 15

নিউজ ডেস্ক, ১৮ সেপ্টেম্বর : আজ থেকে সংসদে শুরু পাঁচদিনের বিশেষ অধিবেশন। ১৮ থেকে ২২ তারিখ পর্যন্ত চলবে অধিবেশন। মোদীর ভাষণে শুরু হয়েছে সংসদের বিশেষ অধিবেশন। আজই সংসদে অধিবেশনের প্রথম দিনে আজ ভারতীয় সংসদের ৭৫ বছরের যাত্রী নিয়ে আলোচনা করবে উভয় কক্ষ।

সংসদে পাঁচদিনের বিশেষ অধিবেশনে কী কী হবে? সরকার ইতিমধ্যেই একটি সম্ভাব্য তালিকা প্রকাশ করেছে এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে। জানা গিয়েছে, মুখ্য নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের জন্য প্যানেল গঠন সংক্রান্ত বিল উত্থাপিত হতে চলেছে সংসদে। সেই বিলে নির্বাচন কমিশনার বেছে নেওয়ার প্যানেল থেকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে বাদ দেওয়া হতে পারে।

সংসদের এই বিশেষ অধিনবেশনে আরও ৭টি গুরুত্বপূর্ণ বিল পেশ হতে পারে বলে জানিয়েছেন সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী। সংসোধনী বিল, দ্য প্রেস অ্যান্ড রেজিস্ট্রেশন অফ পিরিয়িকাল বিল, পোস্ট অফিস বিলের মতো সব বিল পেশ করা হবে সংসদে।

এই অধিবেশন চলাকালীনই নতুন সংসদ ভবনে প্রবেশ করবেন সাংসদরা। সংসদের বিশেষ অধিবেশনের প্রথমদিন অর্থাৎ সোমবার পুরনো সংসদ ভবনে আলোচনা হবে। ১৯ সেপ্টেম্বর পুরনো সংসদ ভবনে ফোটোসেশন হবে। তারপর সকাল ১১টায় সেন্ট্রাল হলে একটি অনুষ্ঠান হবে। এরপর নয়া সংসদ ভবনে প্রবেশ। গণেশ চতুর্থীর দিন নয়া সংসদ ভবনে শুরু হবে অধিবেশন।  ২০ সেপ্টেম্বর থেকে নয়া সংসদ ভবনে নিয়মিত কাজকর্ম শুরু হবে।

Leave A Reply

Your email address will not be published.