Bagdogra Airport : দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর পেতে চলেছে বাংলা, শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী মোদী

0 23

Bagdogra Airport : দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর পেতে চলেছে বাংলা। রবিবার বাগডোগরা আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ কাজের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী। বারাণসী থেকে ভার্চুয়ালি শিলান্যাস করবেন মোদী। এই বিমানবন্দর সম্প্রসারণ হলে শুধু দার্জিলিং নয়, উত্তরপূর্ব ভারতের পর্যটন ও ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে নতুন দিগন্ত খুলে যাবে বলে অনুমান।

খুব শীঘ্রই আন্তর্জাতিক বিমানবন্দর পেতে চলেছে শিলিগুড়ি। ২০ অক্টোবর রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শিলান্যাস অনুষ্ঠানের জন্য শিলিগুড়ির কাওয়াখালি মাঠে হবে একটি অনুষ্ঠান। সেই অনুষ্ঠানের জন্য জোর কদমে চলছে মঞ্চ তৈরির কাজ। অনুষ্ঠান উপস্থিত থাকবেন এলাকার সাংসদ, বিধায়ক থেকে শুরু করে শিলিগুড়ির মেয়রও।

এক সময় সাড়ে ৪ টার পর বাগডোগরা বিমানবন্দরে কোনও বিমান ওঠানামা করত না। দ্বিতীয় ইউপিএ সরকারের আমলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের অসামরিক বিমানমন্ত্রকের সঙ্গে কথা বলে এই সময়সীমা বাড়িয়ে রাত সাড়ে ১০টা করেন। তারপর থেকে বাগডোগরা বিমানবন্দরে ক্রমশই বেড়েছে যাত্রীর সংখ্যা। বাড়তি যাত্রী সামাল দিতে বাগডোগরা বিমানবন্দর সম্প্রসারণের প্রয়োজন হচ্ছিল। এবার সেই কাজই শুরু হতে চলেছে।

বাগডোগরা বিমানবন্দর সম্প্রসারণ নিয়ে জানা গিয়েছে, আগামী দু বছরের মধ্যে টার্মিনাল তৈরির কাজ শেষ হবে। বর্তমান টার্মিনালের থেকে ১০ গুণ বড় হবে নতুন টার্মিনাল। বর্তমান বিমানবন্দর থেকে ১ কিলোমিটারের দূরে তৈরি হচ্ছে নতুন টার্মিনাল। নতুন টার্মিনাল তৈরিতে খরচ হবে ৩ হাজার কোটি টাকা। যার মধ্যে প্রথম দফার কাজে খরচ হবে প্রায় ১৬০০ কোটি টাকা। নতুন টার্মিনাল তৈরি হলে সিকিমের রাংকা ও বাগডোগরার মধ্যে সরাসরি যোগাযোগ তৈরি হবে। বাগডোগরা বিমানবন্দর সম্প্রসারণ হলে পর্যটন ব্যবসার শ্রীবৃদ্ধি ঘটবে বলে আশাবাদী স্থানীয় ব্যবসায়ীরা।

Leave A Reply

Your email address will not be published.