রাজ্যের সব হাসপাতালের নিরাপত্তায় কড়া পদক্ষেপের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। বেসরকারি সিকিউরিটি এজেন্সি কর্তব্যে গাফিলতি করলে ফৌজদারি।
আরজি কর কাণ্ডের পর বারবার প্রশ্ন উঠেছে রাজ্যজুড়ে হাসপাতালগুলির নিরাপত্তা নিয়ে। সোমবার নবান্নে প্রশাসনিক বৈঠক থেকে হাসপাতালগুলির সুরক্ষায় একাধিক পদক্ষেপ করতে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাসপাতালগুলিতে সিকিউরিটির দায়িত্বপ্রাপ্ত এজেন্সি যদি সুরক্ষা দিতে ব্যর্থ হয় তাদের বিরুদ্ধে ফৌজদারির মামালা রুজু হবে। পাশাপাশি তাকে ব্ল্যাক লিস্টেড করা হবে, নির্দেশ মমতার।
প্রতি হাসপাতালই নিজেদের অর্থ দিয়ে নিরাপত্তারক্ষী নিয়োগ করবে। পাশাপাশি হাসপাতালের বিশ্রামাগার নিয়েও পদক্ষেপ করতে নির্দেশ মমতার।
নিরাপত্তারক্ষীদের এক সপ্তাহের বিশেষ প্রশিক্ষণ দিয়ে তারপর হাসপাতালের নিরাপত্তায় নিযুক্ত করা হবে।
বারবার হাসপাতালগুলিতে রোগীকল্যাণ সমিতির ভূমিকাও প্রশ্নে। এদিন বৈঠক থেকে মুখ্যমন্ত্রীর নির্দেশ মেডিক্যাল কলেজের প্রিন্সিপলই হবে রোগীকল্যাণ সমিতির চেয়ারম্যান।
শীর্ষ আদালতও সোমবার আরজি কর হাসপাতালে নিরাপত্তা নিয়ে রাজ্যকে রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছে।
হাসপাতালে কেন্দ্রীয় নিরাপত্তায় নজর শীর্ষ আদালতের
নিরাপত্তা নিয়ে রাজ্যকে রিপোর্ট জমা দিতে নির্দেশ প্রধান বিচারপতির
হাসপাতালের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনীকে সহযোগিতার নির্দেশ
সিবিআইকে ফ্রেশ স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে নির্দেশ
১৭ সেপ্টেম্বর ফের মামলার শুনানি
সোমবার নবান্নের বৈঠক থেকে রাজ্যের সমস্ত হাসপাতালের সুরক্ষায় মুখ্য স্বাস্থ্য আধিকারিক ও ব্লক স্বাস্থ্য আধিকারিকদের আরও তৎপর হতে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী।