Nabanna Abhijan : নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার, রণক্ষেত্র সাঁতরাগাছি থেকে হাওড়া ময়দান

0 41

নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার সাঁতরাগাছিতে। রণক্ষেত্র হাওড়া ময়দান। ভাঙল ঢালাই করা ব্যারিকেড। রাস্তাতেই বসে পড়লেন বিক্ষোভকারীর। ব্যাপক লাঠিচার্জ পুলিশের। সাঁতরাগাছিতে ব্যারিকেড ভেঙে এগোতেই আন্দোলনকারীদের দিকে জলকামান ছুড়ল পুলিশ।

নবান্ন অভিযানকে কেন্দ্র করে তপ্ত সাঁতরাগাছি। ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন আন্দোলনকারীরা। এরপরেই লাঠিচার্জ করে পুলিশ। কিছু আন্দোলনকারীকে ব্যারিকেড তুলে নিয়ে যেতেও দেখা যায়।

পুলিশ-বিক্ষোভকারীদের খণ্ডযুদ্ধ। হাওড়া ব্রিজে চলল জলকামান। ফাটল টিয়ার গ্যাসের শেল। ব্যারিকেডের মাথায় উঠে জাতীয় পতাকা নিয়ে প্রতিবাদ। পুলিশকে লক্ষ করে ইট। হাওড়া সেতুতেও পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা বিক্ষোভকারীদের। ব্যারিকেডের একাংশ ভাঙতেই জলকামান চালানো শুরু করল পুলিশ। ব্যবহার করা হচ্ছে কাঁদানে গ্যাসও। চলছে লাঠিচার্জ। পুলিশের ত্রিমুখী আক্রমণে ছত্রভঙ্গ বিক্ষোভকারীরা।

কলেজ স্কোয়ার থেকে মিছিল শুরু হয়েছে। জাতীয় পতাকা হাতে মিছিলে নামে আন্দোলনকারীরা।
বিক্ষোভকারীদের নিক্ষেপ করা ইটে মাথা ফাটল র‌্যাফের এক জনের। ঘটনাটি ঘটেছে সাঁতরাগাছিতে। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

মঙ্গলবার ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ’-এর ডাকা নবান্ন অভিযান। বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা করে জোরদার তৎপর কলকাতা পুলিশের। বেশ কয়েকটি রাস্তায় যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। হাওড়া, কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে মিছিল আসার সম্ভাবনা রয়েছে। তাই কলকাতা ও হাওড়ার বেশ কয়েকটি রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হয়। বিদ্যাসাগর সেতু এবং খিদিরপুর রোড, তারাতলা রোড, কোল বার্থ রোড, ফিডার রোড, সার্কুলার গার্ডেনরিচ রোডে সোমবার রাত ১০টা থেকে পণ্যবাহী গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এছাড়াও মেয়ো রোড, আউট্রাম রোড, লাভার্স লেনে যানচলাচল করা হয়।

Leave A Reply

Your email address will not be published.