মুর্শিদাবাদ, ১২ এপ্রিল: উত্তপ্ত সামশেরগঞ্জের ধুলিয়ান পুরসভা। ২১ নম্বর ওয়ার্ডে ফের গুলি চলে। গুলিবিদ্ধ হন এক যুবক ও এক কিশোর। ২ জন-কেই আশঙ্কাজনক অবস্থায় জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আহতদের অস্ত্রোপচার চলছে।
একটি বেসরকারি হাসপাতালে ভাঙচুর চালিয়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ। ভাঙচুর চালানো হয় ধুলিয়ান পুরসভাতেও। বিধায়ক মণিরুল ইসলামের দাদা কাওসার আলির বাড়িতেও ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ। পরিস্থিতি সামলাতে গুলি চালানোর অভিযোগ উঠেছে বিএসএফের বিরুদ্ধে। গুলিতে আহত ২। তাদের মধ্যে একজন নাবালক রয়েছে বলে জানা গিয়েছে।
শুক্রবার অগ্নিগর্ভ পরিস্থিতির পর শনিবার সকালে অবস্থা স্বাভাবিক হয়। এলাকায় পুলিশের সঙ্গে বিএসএফ মোতায়েনই ছিল। পরিস্থিতি স্বাভাবিক বলে জানায় পুলিশ। মুর্শিদাবাদের জঙ্গিপুরের সুতি ও সামশেরগঞ্জের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে সোশাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ।
আহত হয়েছেন মুদ্দিন শেখ নামের এক যুবক। তাঁর পায়ে গুলি লেগেছে বলে জানা গিয়েছে। গুলিতে এক হাসান শেখ নামের এক নাবালকও আহত বলে খবর। তাদের জঙ্গিপুর হাসপাতালে পাঠানো হয়েছে। ভাঙচুর চালানো হয়েছে সামশেরগঞ্জের প্রাক্তন ব্লক সভাপতি কাওসার আলির বাড়িতে। নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। এলাকায় শান্তি ফিরিয়ে আনতে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী।
ভারতীয় ন্যায় সংহিতা অনুসারে, এলাকায় ১৬৩ ধারা জারি থাকলেও শুক্রবার বিকেল থেকে ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে জনতা। পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি শুরু করে জনতা। বোমাবাজিও হয় বলে অভিযোগ ওঠে। পুলিশ লাঠিচার্জ, কাঁদানে গ্যাসের সেল ছোড়ে।
Comments are closed.