IPL 2024: ২০২৫ আইপিএলে সাসপেন্ড হার্দিক পান্ডিয়া, খেলতে পারবেন না একটি ম্যাচ, বড় সিদ্ধান্ত বোর্ডের! কিন্তু কেন
পরের আইপিএলে প্রথম ম্যাচে খেলতে পারবেন না হার্দিক পান্ডিয়া। ২০২৫ আইপিএল ঘোষণার হওয়ার আগেই সাসপেন্ড হার্দিক। কিন্তু কেন?
এই আইপিএলে করা ভুলের মাশুল দিতে হবে তাঁকে। এ বারের আইপিএলে তিনটি ম্যাচে স্লো ওভার রেট ছিল মুম্বইয়ের। সেই কারণে শাস্তি দেওয়া হয়েছে হার্দিককে। ঋষভ পন্থের পর হার্দিকই দ্বিতীয় অধিনায়ক, যাঁকে এই শাস্তি পেতে হল।
আইপিএলের নিয়ম অনুযায়ী যদি তিন বার সময়ের মধ্যে কোনও দল ২০ ওভার শেষ করতে না পারে তা হলে তার ফল ভুগতে হয় সেই দলের অধিনায়ককে। মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসাবে তাই হার্দিককেও শাস্তির স্বীকার হতে হয়েছে। এর আগে মুম্বই দু’বার স্লো ওভার রেটের ভুল করেছিল। তার জন্য হার্দিকের জরিমানা হয়েছিল। তৃতীয় বার একই ভুল করায় হার্দিকের ৩০ শতাংশ ম্যাচ ফি কাটাও গিয়েছে। সেই সঙ্গে একটি ম্যাচের জন্য তাঁকে সাসপেন্ড করা হয়েছে। এই আইপিএলে যেহেতু মুম্বই ইন্ডিয়ান্সের আর কোনও ম্যাচ বাকি নেই, তাই পরের আইপিএলের প্রথম ম্যাচটি খেলতে পারবেন না হার্দিক।
পাঁচ বারের আইপিএলজয়ী মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক। চলতি সিজনেই রোহিত শর্মাকে সরিয়ে আইপিএল শুরুর আগে অধিনায়ক করা হয় তাঁকে। রোহিতকে সরানোর জন্য তীব্র সমালোচনার মুখেও পড়তে হয় হার্দিককে। তার উপরে লিগ টেবিলে সবার নীচে রয়েছে মুম্বই। প্রতিযোগিতাটা ভাল যায়নি হার্দিকদের। ১৪টি ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে সকলের শেষে তারা।
শুক্রবার লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধেও হেরে যায় মুম্বই। প্রথমে ব্যাট করে ২১৫ রান তোলে লখনউ। সেই রান তাড়া করতে নেমে ১৯৬ রানে থেমে যায় মুম্বইয়ের ইনিংস। ঐ ম্যাচে সময়ের মধ্যে ওভার শেষ করতে পারেনি হার্দিকের দল। সেই কারণে শাস্তি পেতে হল মুম্বই অধিনায়ককে।