Weather Update: চলতি সপ্তাহে বর্ষা ঢুকবে দক্ষিণে? তার আগে হতে পারে বৃষ্টি? কী বলছে হাওয়া অফিস

0 45

টানা বৃষ্টি, তিস্তার জলস্ফীতিতে বানভাসি সিকিম এবং উত্তরবঙ্গ। অথচ গরমের জেরে নাজেহাল দক্ষিণবঙ্গ।  কবে ঢুকবে বর্ষা? চাতক পাখির মতো উপেক্ষায় দক্ষিণবঙ্গ। এই পরিস্থিতিতে খনিকটা স্বস্তির খবর শোনাল হাওয়া অফিস। আগামী ৩-৪ দিনের মধ্যেই দক্ষিণে প্রবেশ করতে পারে মৌসুমি বায়ু, শুরু হতে পারে বর্ষা জানাল আলিপুর আবহাওয়া দফতর।

তবে তার আগেই বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাও। জেলা এবং শহর কলকাতার আশেপাশের আকাশে মেঘ রয়েছে বলেও খবর আবহাওয়া দফতর সূত্রে। তাই বৃষ্টি হলে ভ্যাপসা গরমের হাত থেকেও খানিক স্বস্তি মিলতে পারে বলে ধারণা। কমতে পারে গরমের দাপট।

কিন্তু এখনই মুক্তি নেই উত্তরবঙ্গের, ভারী থেকে অতি ভারী চলবে বলেই সতর্কতা আবহাওয়া দফতরের। মে মাসের শেষেই বৃষ্টি শুরু হয়েছিল উত্তরবঙ্গে। তাই প্রাথমিক ভাবে মনে করা হয়েছিল দক্ষিণেও এবার সময়ের আগেই প্রবেশ করতে পারে মৌসুমী বায়ু। কিন্তু বাস্তবে তা হয়নি। উত্তরেই আটকে গিয়েছে বর্ষা। দক্ষিণে বার বার পিছিয়েছে তার আগমন। গত সপ্তাহে শুক্রবার আলিপুর হাওয়া অফিস জানিয়েছিল আগামী ৪-৫ দিনের মধ্যে বঙ্গে বৃষ্টি শুরু হবে। পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবার বৃষ্টি শুরু হওয়ার কথা। কিন্তু আজও বৃষ্টি হয়নি। তবে মঙ্গলবার হাওয়া অফিস জানিয়েছে মৌসুমি বায়ুর উত্তর অংশটি এখনও ইসলামপুরেই থমকে রয়েছে। আবার উত্তর-পূর্ব অসম এবং আশপাশের এলাকার উপরেও সমুদ্রতৎ থেকে ১.৫ কিলোমিটার উঁচুতে বিস্তৃত রয়েছে ঘূর্ণাবর্ত। তার টানে বঙ্গোপসাগর থেকে ছুটে আসছে জলীয় বাষ্পপূর্ণ বায়ু। সে কারণেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গে।

আবহাওয়া দফতর সূত্রে খবর জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে লাল সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার অবধি ৭-২০ সেন্টিমিটার বৃষ্টি হতে পারে। এই ৩ জেলায় শনিবার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে। দার্জিলিং এবং কালিম্পঙে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে মঙ্গলবার পর্যন্ত ঝড়বৃষ্টির জন্য আগেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

কলকাতা-সহ দক্ষিণের সব জেলায় মঙ্গলবার থেকে ঝড়বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছিল। সঙ্গে ২০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। শনিবার পর্যন্ত এই পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে সব জায়গায় একনাগারে ঝড়বৃষ্টি হবে না বলেই খবর। বিক্ষিপ্ত ভাবে হবে বৃষ্টি। এই ঝড়বৃষ্টির কারণে আগামী তিন দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

Leave A Reply

Your email address will not be published.