প্রধানমন্ত্রীর বারাণসী সফর: ৩,৮৮০ কোটি টাকার প্রকল্প পেল মোদির সংসদীয় ক্ষেত্র

11

বারাণসী, ১১ই এপ্রিল: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ, শুক্রবার তাঁর সংসদীয় ক্ষেত্র বারাণসীতে প্রায় ৩,৮৮০ কোটি টাকা মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এই উপলক্ষ্যে এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি কাশী এবং নিজের মধ্যে অবিচ্ছেদ্য সম্পর্কের কথা তুলে ধরেন। মোদী বলেন, “কাশী আমার, আমি কাশীর।”

প্রধানমন্ত্রী তাঁর ভাষণে বিরোধীদের দিকে ইঙ্গিত করে বলেন, যারা ক্ষমতা দখলের জন্য রাজনীতি করেন, তারা শুধু নিজেদের পরিবারের উন্নতির দিকেই নজর দেন। তাঁর সরকার ‘সবকা সাথ, সবকা বিকাশ’ – এই মন্ত্রে বিশ্বাসী। তিনি আরও বলেন, গত ১০ বছরে বারাণসীতে উন্নয়নের নতুন গতি এসেছে। এই শহর এখন শুধু প্রাচীন নয়, একই সঙ্গে আধুনিকতার পথেও দ্রুত এগিয়ে চলেছে।

এই সফরে প্রধানমন্ত্রী একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্পের সূচনা করেন। এর মধ্যে উল্লেখযোগ্য হল, বারাণসী রিং রোড থেকে সারনাথের সংযোগকারী সেতু, ভিখনপুর এবং মন্ডুয়াদিহ ক্রসিং-এ ফ্লাইওভার, বারাণসী আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে NH-31-এ আন্ডারপাস টানেল সহ ৯৮০ কোটি টাকার সড়ক প্রকল্প। এছাড়াও, জৌনপুর, চান্দৌলি এবং গাজিপুর জেলাগুলিতে ১,০৪৫ কোটি টাকা ব্যয়ে দুটি ৪০০ কেভি এবং একটি ২২০ কেভি ট্রান্সমিশন সাবস্টেশন ও সংশ্লিষ্ট ট্রান্সমিশন লাইনের উদ্বোধন করেন তিনি। চৌকাঘাটে ২২০ কেভি ট্রান্সমিশন সাবস্টেশন এবং গাজিপুরে ১৩২ কেভি ট্রান্সমিশন সাবস্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। বারাণসী শহরের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার উন্নয়নে আরও ৭৭৫ কোটি টাকার একটি প্রকল্পও শুরু করা হয়েছে।

শিক্ষাক্ষেত্রেও একাধিক প্রকল্পের সূচনা করেন প্রধানমন্ত্রী। পিন্ডরায় একটি সরকারি পলিটেকনিক কলেজ, বারকিতে সরদার বল্লভভাই প্যাটেল সরকারি কলেজ, ৩৬৫টি গ্রামীণ গ্রন্থাগার এবং ১০০টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের উদ্বোধন করেন তিনি। স্মার্ট সিটি মিশনের অধীনে ৭৭টি প্রাথমিক বিদ্যালয়ের সংস্কার কাজেরও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এছাড়া, চোলাপুরে কস্তুরবা গান্ধী স্কুলের জন্য একটি নতুন ভবন নির্মাণের ঘোষণা করেন।

এই অনুষ্ঠানে প্রবীণ নাগরিকদের জন্য আয়ুষ্মান ভারত স্বাস্থ্য কার্ড বিতরণ করেন প্রধানমন্ত্রী। স্থানীয় কারুশিল্প ও ক্ষুদ্র ব্যবসাকে উৎসাহিত করতে MSME ইউনিটি মলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। এছাড়াও, পরিবহন নগর প্রকল্পের অধীনে পরিকাঠামো উন্নয়ন এবং ভেলুপুরে জল পরিশোধন কেন্দ্রে ১ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করেন।

গ্রাম পঞ্চায়েতগুলিতে কমিউনিটি হল নির্মাণ এবং জনবহুল পার্কগুলির সৌন্দর্যবর্ধনের মতো একাধিক প্রকল্পেরও শিলান্যাস করেন মোদী। দুগ্ধ সরবরাহকারীদের উৎসাহ দিতে বানাস ডেইরির সঙ্গে যুক্ত উত্তর প্রদেশের সরবরাহকারীদের মধ্যে ১০৫ কোটি টাকার বেশি বোনাস বিতরণ করেন তিনি। অনুষ্ঠানে স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে স্বীকৃতি দিয়ে tabla, painting, thandai, এবং tiranga barfi-র মতো বিভিন্ন স্থানীয় সামগ্রীর জন্য জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন (GI) সার্টিফিকেট প্রদান করেন প্রধানমন্ত্রী।

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সহ উত্তরপ্রদেশ সরকারের একাধিক মন্ত্রী এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

[PM Modi Varanasi Visit] [Varanasi Development Projects] [Narendra Modi] [Uttar Pradesh] [India News] [Latest News]

Comments are closed.