ফের বাজি কারখানায় ভয়াবহ আগুন। কোলাঘাটে বেআইনি বাজি তৈরি কারখানায় বিস্ফোরণ। রবিবার রাত দশটা নাগাদ পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ব্লকের অন্তর্গত পয়াগ গ্রামে বাজি কারখানায় আগুন লাগে। দীর্ঘদিন ধরে পয়াগ গ্রামের বেশ কিছু পরিবার বাজির কাজের সঙ্গে যুক্ত। জানা গেছে একটি বাড়ি সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়েছে। পরিবারের সদস্যরা দ্রুত বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন। খবর পেয়ে রাতে ঘটনাস্থলে ছুটে আসে কোলাঘাট থানার পুলিশ এবং দমকলের দুটি ইঞ্জিন। ঘটনা ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
ঘটনায় আশপাশের আরও বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও এখনও কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। গ্রামবাসীদের অভিযোগ, দুর্ঘটনাগ্রস্ত বাড়িটিতে অবৈধ বাজি কারখানা ছিল। রবিবার রাতে বিশাল বিস্ফোরণের শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের জেরে গোটা বাড়িটিতে আগুন ধরে যায়। বিস্ফোরণের অভিঘাত এতটাই বেশি ছিল যে, আশপাশেরও বেশ কয়েকটি বাড়িতে ফাটল ধরে যায়। ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন পৌঁছে দীর্ঘ সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
উল্লেখ্য, গত বছরের ১৬ মে পূর্ব মেদিনীপুরের এগরার খাদিকুল গ্রামের বাজি কারখানায়ও বিস্ফোরণ ঘটেছিল। মৃত্যু হয়েছিল অন্তত ৯ জনের। সেই ঘটনার এক বছরের মাথায় আবারও পূর্ব মেদিনীপুরের বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ।