Sealdah : ভিড়ের চাপে চলন্ত ট্রেন থেকে পড়ে মৃত্যু এক যুবকের

0 25

সপ্তাহান্তে চূড়ান্ত যাত্রী হয়রানির ছবি। আশঙ্কা ছিল নিত্যযাত্রীদের ভোগান্তির মুখে পড়তে হবে। লোকাল ট্রেন বাতিল থাকায় শুক্রবার সকাল থেকেই চরম দুর্ভোগে পড়েছেন শিয়ালদহের মেন এবং বনগাঁ শাখার যাত্রীরা। সকাল সকাল অস্বাভাবিক ভিড় ছিল স্টেশনে। ভিড়ের চাপে চলন্ত লোকাল ট্রেন থেকে ছিটকে পড়ে এক যুবকের মৃত্যু হয়। এই মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে যাত্রীদের মধ্যে।

ভিড়ে উপচে পড়া ট্রেন থেকে পড়ে গিয়ে শিয়ালদহ মেন শাখায় মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম মহম্মদ আলি হাসান আনসারি (২২)। তিনি টিটাগড়ের ১০ নম্বর ওয়ার্ডের পুরানিবাজার এলাকার বাসিন্দা।
শিয়ালদহ মেন শাখায় টিটাগড় ও খড়দহ স্টেশনের মাঝে ভিড়ের চাপে ট্রেন থেকে পড়ে যান মহম্মদ আলি হাসান আনসারি নামে এক যুবক। গুরুতর জখম অবস্থায় তাঁকে বিএন বসু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘‘ছেলেটা টিটাগড় থেকে উঠেছিল। ভিতরেও ঢুকতে পারেনি, এত ভিড়! বাইরেই ঝুলছিল। হঠাৎ টিটাগড় আর খড়দহ স্টেশনের মাঝে কুষ্ঠ হাসপাতালের সামনেটায় পড়ে যায় ও। আমরাই ধরাধরি করে ওকে হাসপাতালে নিয়ে গিয়েছিলাম। পরিবারকে খবর দিয়েছিলাম।’’

আজ থেকে বন্ধ হয়েছে শিয়ালদহ স্টেশনের পাঁচটি প্ল্যাটফর্ম। শিয়ালদহ স্টেশনের ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্ম বন্ধ। ৯ জুন বেলা ২ টো পর্যন্ত সম্পূর্ন বন্ধ থাকবে ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্ম।

ফলে এক ধাক্কায় বাতিল হয়েছে ১৪৭টি লোকাল ট্রেন। ভোগান্তি চরমে সাধারণ যাত্রীদের। আগামী সপ্তাহ থেকেই শিয়ালদহ স্টেশনের ১ থেকে ৫ নং প্ল্যাটফর্মের ট্রেনগুলি ৯ থেকে ১২ বগির হচ্ছে। রেলের তরফে এমনটাই জানানো হয়েছে। সেই কারনে শুক্রবার থেকে রবিবার পর্যন্ত শিয়ালদহ স্টেশনের ৫টি প্ল্যাটফর্ম বন্ধ রাখার কথা জানিয়েছে রেলে। শিয়ালদহের বদলে কিছু ট্রেন চলছে দমদম থেকে। এছাড়া প্রায় ১৪৭ টি লোকাল ট্রেন বাতিল হয়েছে। ফলে যেসব ট্রেন চলছে, সেগুলিতে প্রবল ভিড়। হয়রানি হলেও ভবিষ্যৎতের জন্য তা ভাল মানছেন খোদ যাত্রীরাই।

Leave A Reply

Your email address will not be published.