রাত পোহালেই তৃণমূলের একুশে জুলাইয়ের সমাবেশ, ২১ এর মঞ্চ থেকেই মোদী বিরোধী জোটের বার্তা?

0 85

২১-এর মঞ্চ থেকেই ২৬-এর দিশা দেখাবেন মমতা। অখিলেশকে পাশে নিয়ে মোদী বিরোধী প্রধান মুখ যে মমতাই সেই বার্তাই আরও জোরালো হবে রবিবার। রাত পোহালেই তৃণমূলের একুশে জুলাইয়ের সমাবেশ। এবছর ২১-এ জুলাইয়ের সমাবেশ একই সঙ্গে লোকসভা ভোট এবং তার পরে বিধানসভা উপনির্বাচনের সাফল্যের ‘বিজয় দিবস’ হয়ে দাঁড়িয়েছে। এই সমাবেশ থেকে তৃণমূলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০২৬ সালের বিধানসভা ভোটের দিশাও দেখাতে পারেন বলে মনে করছে দলের একাংশ।

২০২৪ সালের লোকসভা ভোটে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে সাফল্য পেয়েছে তণমূল ও সমাজবাদী পার্টি। বাংলায় বিজেপিকে রুখে দিয়েছেন মমতা। উত্তরপ্রদেশেও তাক লাগানো মার্কশিট অখিলেশদের। এ বার ২১ জুলাইয়ের মঞ্চে তৃণমূল নেত্রীর পাশে দেখা যাবে সপা প্রধানকে। অখিলেশ যে ওই সভায় আসবেন, শনিবার তা জানিয়েছেন সমাজবাদী পার্টির সাধারণ সম্পাদক তথা বাংলার প্রাক্তন মন্ত্রী কিরণময় নন্দ। অখিলেশের উপস্থিতিতে একুশে জুলাইয়ের মঞ্চে বিজেপি বিরোধী ঐক্যের সুর নিঃসন্দেহে আরও জোরালোভাবে বাজবে।

২১ এর মঞ্চ থেকেই মোদী বিরোধী জোটের বার্তা? বাংলার মতো উত্তরপ্রদেশেও বিজেপিকে রুখে দিয়েছেন অখিলেশ। যোগী আদিত্যনাথের রাজ্যে সাম্প্রতিক ভোট রাজনীতিতে বিরোধীদের ফলাফলের নিরিখে সবচেয়ে সফল হয়েছেন তাঁরা। উত্তরপ্রদেশে ৮০ আসনের মধ্যে ‘ইন্ডিয়া’ ব্লকের দুই শরিক সপা এবং কংগ্রেসের জোট ৪৩ আসনে জয়ী হয়েছে। তার মধ্যে সপা একাই জিতেছে ৩৮টি আসন।

‘মমতার এক্স পোস্টে ভারত গড়ার ডাক’। বাংলায় বিজেপিকে পর্যুদস্ত করে ২৯টি আসনে জয়ী হয়েছে তৃণমূল। তার পর দলের এই প্রথম বড় রাজনৈতিক সমাবেশ। মুখ্যমন্ত্রী মমতা এক্স হ্যান্ডলে লিখেছেন,
‘প্রতি বছর এই ঐতিহাসিক দিনে শ্রদ্ধায়, ভালবাসায় আমরা বীর সেই শহিদদের তর্পণ করি। শুধু তাঁরাই নন, দেশ ও দশের জন্য আন্দোলন করতে গিয়ে যাঁরা প্রাণ দিয়েছেন, তাঁদের সবাইকে এই দিনে আমরা স্মরণ করি। সেই সঙ্গে আমরা এই দিনটিকে মা-মাটি-মানুষ দিবস হিসেবে পালন করি। নির্বাচনে আমাদের যে গণতান্ত্রিক জয়, তাকে মানুষের উদ্দেশে উৎসর্গ করি। সে জন্যও এ দিন বিশেষ তাৎপর্যপূর্ণ।’

২১এর বিধানসভায় জয়ের পর অভিষেককেই তৃমমূলের সেনাপতির আখ্যা দেওয়া হয়েছিল। বার বার বিভিন্ন ইস্যুতে বিরোধীদের কড়া আক্রমণ করেছেন অভিষেক। ইন্ডিয়া জোটেও ছিলেন গুরুদায়িত্বে। সেই অভিষেককে আরও দায়িত্ব দেওয়া হতে পারে বলেই খবর দলের অন্দরে।

Leave A Reply

Your email address will not be published.