‘বহিরাগতদের আনিয়ে হামলা, সব চক্রান্ত ফাঁস করে দেব’, মুর্শিদাবাদ নিয়ে কাকে নিশানা করলেন মমতা ?

11

ওয়াকফ আইনের প্রতিবাদের নামে উন্মত্ত বিক্ষোভকারীদের হিংসার বলি হতে হয়েছে ধুলিয়ানের জাফরাবাদের বাসিন্দা বাবা-ছেলেকে। বহু মানুষের ঘর-বাড়ি ধূলিস্যাৎ হয়েছে। সারা জীবন তিল তিল করে জমানো সম্বল হয়েছে শেষ। আগামী নিয়ে ত্রস্ত মুর্শিদাবাদের ধুলিয়ান, সামশেরগঞ্জ। এবার তা নিয়ে মেদিনীপুর থেকে মুখ খুললেন মুখ্যমন্ত্রী। বললেন, নিশ্চিন্তে থাকতে পারেন।
‘পরিবারকে ১০ লক্ষ টাকা করে দেব’

মুখ্যমন্ত্রী এদিন বলেন, ‘একটা দাঙ্গা হয়েছে দুঃখজনক। আমরা দাঙ্গা চাই না। দুটো ওয়ার্ডে হয়েছে । করেছে বহিরাগতরা। কিছু  স্থানীয় লোককে সঙ্গে নিয়ে, কীভাবে করেছে… চক্রান্ত ফাঁস করে দেব। যারা মারা গেছে তাদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে দেব। তাদের বাচ্চাদের পড়াশোনার দায়িত্ব সরকার নেবে, বাড়ি ভেঙে গেছে বাংলার বাড়ি দেব। দোকান সার্ভে করছি। মে মাসে যাব, করে দিয়ে আসব। নিশ্চিন্তে থাকতে পারেন। ‘    

‘শূন্যে গুলি ছুড়ে গ্রেফতার’         

এদিনই দাঙ্গা বিধ্বস্ত মুর্শিদাবাদে বাবা-ছেলেকে নৃশংসভাবে খুনের ঘটনায় এবার ওড়িশার ঝাড়সুগুদা থেকে ২ জনকে গ্রেফতার করে পুলিশ । আটক করা হয়েছে ৬ জনকে । ওড়িশা পুলিশ জানিয়েছে, হরগোবিন্দ দাস ও তাঁর ছেলে চন্দন দাসের খুনের ঘটনায় অভিযুক্তদের কয়েকজন ওড়িশায় পালিয়ে যায়। ধরপাকড়ের সময় পালানোর চেষ্টা করায় শূন্যে গুলি ছুড়ে তাদের গ্রেফতার করে ওড়িশা পুলিশ। ধৃত ২ জনকে জেরা করে বাকি ৬ জনের খোঁজ মেলে। জাফরাবাদ ও বেতবোনার ঘটনায় অভিযুক্তরা ওড়িশা পালিয়ে যায় বলে পুলিশ সূত্রে খবর। আগেও বাবা-ছেলে খুনের ঘটনায় একাধিক গ্রেফতারি হয়েছে। 

আর কী ঘোষণা                   

মঙ্গলবার মেদিনীপুর কলেজ মাঠে প্রশাসনিক সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবারের এই সভা থেকেই পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়ে একটি সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করেন তিনি। একাধিক প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাসও করেন। সেখান থেকে মুখ্যমন্ত্রী বলেন, ‘কাল যেমন শালবনিতে ২টো প্ল্যান্ট হয়েছে, শাওতালডিতে হচ্ছে। দুর্গাপুরে ডিপিএল, সাগরদীঘিতে রেডি আছে। আমার যখন ক্ষমতায় আসি…বাড়িয়ে ১০ হাজার মেগাওয়াট, দেউচা পাঁচামি হয়ে গেলে ১০০ বছরের জন্য বাংলায় লোডশেডিং হয় না। ২৪ ঘণ্টা কারেন্ট দিতে গিয়ে ৭৬ হাজার কোটি টাকা খরচ করেছি। ‘ 

চাকরিহারাদের উদ্দেশে 

এদিনের সভা থেকে চাকরি হারা শিক্ষকদেরও বার্তা দেন মুখ্যমন্ত্রী । বলেন, ‘আমি কলকাতায় থাকলে হয়তো এক সেকেন্ডে মিটিয়ে দিতে পারতাম। কিন্তু যেহেতু আমি মেদিনীপুরে আছি, আমি রাত ১২টা পর্যন্ত কথা বলেও দেখছি, কেউ কেউ অনড় আছে। যে টেন্টেড-আনটেন্টেড লিস্ট বের করতে হবে।’

Comments are closed.