ডিসেম্বরে বাংলার বকেয়া আদায়ে দিল্লি যাবেন মমতা

0 13

নিউজ ডেস্ক, ২৩ নভেম্বর : ডিসেম্বরে বাংলার বকেয়া আদায়ে দিল্লি যাবেন মমতা। সময় চাইবেন প্রধানমন্ত্রীর। মোদীর সঙ্গে সাক্ষাৎ না হলে রাস্তাই রাস্তা চেনাবে বলে হুঁশিয়ারি তৃণমূল সুপ্রিমোর। পাশাপাশি নেতাজি ইন্ডোরের সভা থেকে এদিন বিজেপি ও সিপিএমকে বেলাগাম আক্রমণ মমতার।

দিল্লি দখলের লড়াইয়ে আজ থেকেই কর্মীদের মাঠে নামার বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজি ইন্ডোরে ২৪-এর রণকৌশল বৈঠকে কর্মী-নেতাদের একগুচ্ছ টাস্ক দিলেন মমতা। স্পষ্ট বুঝিয়ে দিলেন দিল্লির ভোটে তৃণমূলের প্রধান অস্ত্র বাংলার সঙ্গে কেন্দ্রীয় বঞ্চনা। এবার তিনি নিজেই বকেয়া আদায়ে প্রধানমন্ত্রীর দরবারে যাবেন বলে জানালেন তৃণমূল সুপ্রিমো।

জয়নগরের দলুয়াখাকির মাটিতে দাঁড়িয়ে মমতার দিল্লি যাত্রা নিয়ে পাল্টা কটাক্ষ শুভেন্দু অধিকারীর।
বাংলার সঙ্গে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে চলতি বছরেই গান্ধী জয়ন্তির দিন থেকে টানা ২ দিন দিল্লিতে ধরনা দেন অভিষেক সহ তৃণমূল সাংসদরা। যদিও কেন্দ্রীয় মন্ত্রীর সাক্ষাৎ চেয়েও পায়নি তৃণমূল। পাল্টা ভিডিও পোস্ট করে কেন্দ্রীয় মন্ত্রীর দাবি ছিল, তিনি দফতরে অপেক্ষা করলেও তৃণমূলের কেউ আসেননি। মন্ত্রীর দফতরে ধরনা দিতে গিয়ে আটক হতে হয় তৃণমূল সাংসদদের। এবার সেই স্বয়ং তৃণমূল নেত্রী দিল্লি যাবেন বকেয়া আদায়ে।

নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূল বৈঠক থেকে সিপিএমকে বেলাগাম আক্রমণ মমতার। CPM-কে মমতার ‘পকেটমার’ তোপ। সবচেয়ে বেশি টাকা খায় সিপিএম। ওরাই দুর্নীতি দুর্নীতি করে চিৎকার করে। যে পকেটমার, সেই পকেটমার পকেটমার বলে চিৎকার করে। সিপিএম সবচেয়ে বড় পকেটমার।

বিজেপিকেও ED-CBI নিয়ে কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিজেপি কেন্দ্রীয় এজেন্সি দিয়ে তৃণমূল নেতাদের গ্রেফতার করাচ্ছে বলে তোপ মমতার। পাল্টা বিজেপি নেতাদের গ্রেফতারির হুঁশিয়ারি মমতার। পাল্টা FIR-এর হুঁশিয়ারি শুভেন্দুর।

সামনে লোকসভা ভোট। বিজেপির বিরুদ্ধে রণংদেহী মেজাজে মমতা। ঠারেঠোরে বুঝিয়ে দিলেন এবার লোকসভা ভোটে বিজেপির বিরুদ্ধে ঝোড়ে ইনিংস খেলতে চলেছে তৃণমূল।

Leave A Reply

Your email address will not be published.