Mamata Banerjee : উপনির্বাচনের আগেই উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

0 14

দু’দিনের সফরে আগামী সপ্তাহের শুরুতেই পাহাড়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে খবর, উপনির্বাচনের আগে মুখ্যমন্ত্রীর এই সফর নির্বাচনী প্রচারের জন্য নয়, প্রশাসনিক বৈঠক করতেই যাচ্ছেন।

সোমবার রাতেই তিনি পৌঁছে যাবেন দার্জিলিঙে। নবান্ন সূত্রে খবর, আগামী ১১ নভেম্বর কলকাতা থেকে বিমানে বাগডোগরায় যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেখান থেকে তিনি যাবেন দার্জিলিং। ১২ নভেম্বর জিটিএ সদস্য ও উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করবেন। ১৩ নভেম্বর দার্জিলিংয়ের ম্যালে ‘সরস মেলার’ উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। দার্জিলিং ও কালিম্পং জেলা প্রশাসনকে নিয়ে বৈঠক-সহ মুখ্যমন্ত্রীর বেশ কিছু কর্মসূচি রয়েছে পাহাড়ে। এখনও পর্যন্ত জানা গিয়েছে, ১৪ নভেম্বর উত্তরবঙ্গ থেকে তিনি কলকাতায় ফিরবেন।

দু’দিন পাহাড়ে কাটিয়ে বৃহস্পতিবার শিলিগুড়িতে ফেরার কথা রয়েছে মু‌খ্যমন্ত্রীর। কলকাতায় ফেরার পর শুক্রবার আরও একটি কর্মসূচি রয়েছে তাঁর। কলকাতায় ফিরে মুখ্যমন্ত্রী ১৫ নভেম্বর বীরসা মুন্ডার সার্ধশত জন্মবার্ষিকী পালন অনুষ্ঠানে যোগ দেবেন। বীরসা মুন্ডার সার্ধশত জন্মবার্ষিকী উৎসব চলবে ১৫-২১ নভেম্বর পর্যন্ত।

লোকসভা নির্বাচনে ফল ভাল না হলেও ফের পাহাড় সফরে মুখ্যমন্ত্রী। এই মুহূর্তে পাহাড়ে তিন পুরসভার ভোট বাকি রয়েছে। হাইকোর্টের নির্দেশে দ্রুত সেই ভোট হওয়ার সম্ভাবনা। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী পাহাড়ে এলে ভোটের সার্বিক পরিস্থিতি নিয়েও আলোচনা করতে পারেন। সরাসরি বিধানসভা উপনির্বাচনের ভোটের প্রচারে যোগ না দিলেও উত্তরবঙ্গ সফরে দার্জিলিং থেকেই দলের নেতাদের ভোট কৌশল নিয়ে নির্দেশ দিতে পারেন মুখ্যমন্ত্রী।

Leave A Reply

Your email address will not be published.