Mamata Banerjee in Delhi : বাংলাকে ভাগ করার চক্রান্ত চলছে, বার্তা মমতার

0 18

জল্পনা-বিতর্ক শেষে অবশেষে দিল্লি যাত্রা মমতা বন্দ্যোপাধ্যায়ের। শনিবার নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। বাজেটে বিমাতৃসুলভ আচরণ করা হয়েছে। বৈঠকে কথা বলতে না দিলে প্রতিবাদ। দিল্লি যাওয়ার আগে মন্তব্য মমতার।

বাজেটে বঞ্চিত বাংলা। শুধু বাংলা নয়, অবিজেপি সব রাজ্যগুলির ভাঁড়ারই শূন্য বাজেটে এমন অভিযোগে বাদল অধিবেশনে সরব হয়েছে ইন্ডিয়া ব্লক।

বিতর্কের মাঝেই দিল্লিতে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দিল্লি যাত্রা নিয়ে সংশয় ছিল। ছিল জল্পনাও। আগামী ২৭ জুলাই নীতি আয়োগের বৈঠক বয়কট করেছে প্রায় গোটা ইন্ডিয়া ব্লক। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই বৈঠকে যোগ দেবেন কি না, তা নিয়ে ধন্দ ছিল। এই পরিস্থিতিতে অবশেষে দিল্লিতে পাড়ি দিলেন নেত্রী। জানালেন, ইন্ডিয়া ব্লকের তরফেই বৈঠকে আওয়াজ তুলবেন তিনি। কথা বলবেন বাংলার বঞ্চনা নিয়েও।

বাংলাকে ভাগ করার চক্রান্ত চলছে। ভাগ করার চক্রান্ত চলছে বিহার-ঝাড়খণ্ডকেও। দিল্লি যাত্রার আগে বার্তা মমতার।

সূত্রের খবর নীতি আয়োগের বৈঠকে, একাধিক ইস্যুতে কথা বলতে পারেন মমতা।

মালদহ ও মুর্শিদাবাদের গঙ্গা ভাঙনে বিশেষ আর্থিক প্যাকেজ

ফরাক্কা ব্যারেজের পরিকাঠামো উন্নয়ন ও রাজ্যের আপত্তি সত্ত্বেও গঙ্গা ও তিস্তার জল বন্টন চুক্তি নিয়ে পর্যালোচনা ও রাজ্যের দাবিদাওয়াকে স্বীকৃতি

ডিভিসির বাঁধগুলি থেকে রাজ্যকে না জানিয়ে জল ছেড়ে দেওয়া নিয়ে বিশেষ কেন্দ্রীয় নীতি এবং ডিভিসির জলাধারগুলির ড্রেজিং সহ উপযুক্ত পরিকল্পনা

উত্তরবঙ্গে পাহাড়ি এলাকায় প্রাকৃতিক বিপর্যযের জন্য বিশেষ আর্থিক ক্ষতিপূরণ

সুন্দরবন সহ রাজ্যের উপকূল এলাকায় নদী বাঁধ তৈরি ও সংরক্ষণের ক্ষেত্রে বিশেষ পরিকল্পনা ও বিশেষ আর্থিক অনুমোদন

ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কেন্দ্রের উদ্যোগ ও আর্থিক প্যাকেজ

ন্যায় সংহিতা আইন নিয়ে রাজ্যের আপত্তির কথা তুলে ধরা

রাজ্যের উচ্চশিক্ষা ক্ষেত্রে রাজ্যপালের হস্তক্ষেপ প্রসঙ্গ

রাজ্যগুলির হাতে মেডিক্যাল ও ইঞ্জিনিয়ারিংয়ের প্রবেশিকা পরীক্ষার ক্ষমতা ফিরিয়ে দেওয়া

সর্ব শিক্ষা মিশন ও জাতীয় স্বাস্থ্য মিশনের টাকার অনুমোদন

১০০ দিনের কাজ, আবাস যোজনা ও প্রধানমন্ত্রী সড়ক যোজনা সহ একাধিক গ্রামোন্নয়ন প্রকল্পে রাজ্যের প্রাপ্য টাকা আটকে থাকা

নীতি আয়োগের বৈঠক কেবল নয়, নিজের দলের সাংসদদের সঙ্গেও বৈঠক করবেন তৃণমূল সুপ্রিমো। ইন্ডিয়া ব্লকের নেতাদের সঙ্গেও বৈঠকের কথা রয়েছে।

এদিকে মমতার সফর নিয়ে সরব হয়েছে ইন্ডিয়া ব্লকের শরিক সিপিএমও। মুখ্যমন্ত্রীর বাজেট তোপকে পাল্টা নিশানা বিজেপি সাংসদের।

Leave A Reply

Your email address will not be published.