বিদেশের মাটিতে বেজে ওঠে বাংলার ‘রাজ্য সঙ্গীত’

0 29

নিউজ ডেস্ক, ২৩ সেপ্টেম্বর : শনিবার বাংলায় ফিরছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিদেশ সফরের এই পর্বে ছিল স্পেনের মাদ্রিদ, বার্সেলোনার পর দুবাই। বাংলায় শিল্প আনার লক্ষ্যে দুবাই সফরেও সফল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একগুচ্ছ লগ্নি প্রস্তাব চূড়ান্ত করে আজ তিনি ফিরছেন কলকাতায়।

শুক্রবার দুবাই শিল্প সম্মেলনে প্রথমবারের জন্য বেজে ওঠে বাংলার ‘রাজ্য সঙ্গীত’। কিছুদিন আগেই রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ‘বাংলার মাটি, বাংলার জল’ গানটিকে ‘রাজ্য সঙ্গীত’ হিসেবে বেছে নিতে বিধানসভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল। এই আবহে দুবাইয়ের মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলাতেও শোনা যায় নবনির্বাচিত ‘রাজ্য সঙ্গীত’। যা শুনে আপ্লুত হন দুবাইয়ের বাঙালিরা। আর সেই মঞ্চ থেকে প্রবাসী বাঙালিদের ঘরে ফেরার ডাক দিলেন মমতা।

স্পেন সফর শেষে গত বৃহস্পতিবার দুবাইয়ে যান মমতা। সেখানে আমিরশাহির বৈদেশিক বাণিজ্য মন্ত্রী থানি বিন আহমেদ আল জেয়াউদির সঙ্গে বৈঠক হয় মমতার। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন লুলু শিল্পগোষ্ঠীর ডিরেক্টর আশরফ আলিও।

শুক্রবার দুবাইয়ের জুমেইরার একটি হোটেলে বাণিজ্য সম্মেলনের আয়োজন করেছিল ভারতীয় কনস্যুলেট এবং বণিকসভা ফিকি। সেই সম্মেলনে অংশ নিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী, সংযুক্ত আরব আমিরশাহির বৈদেশিক বাণিজ্যমন্ত্রী ডঃ থানি বিন আহমেদ আল জুয়েইদি, দুবাইয়ের ভারতীয় কনসাল জেনারেল ডঃ আমন পুরী সহ দু’দেশের শিল্পপতিরা। সেখানেই রাজ্যের শিল্পবান্ধব পরিবেশের কথা তুলে ধরে বিনিয়োগ আহ্বান জানান মমতা।

Leave A Reply

Your email address will not be published.