ওয়াকফ সংশোধনী আইন নিয়ে কেন্দ্রের আনা বিল এর প্রকাশ্যে বিরোধিতা মুখ্যমন্ত্রীর। এরাজ্যে এসব চলবে না বলে স্পষ্ট জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
এবার আগামী ১৬ এপ্রিল নেতাজি ইন্ডোরে বৈঠক ডাকলেন তিনি।
ইতিমধ্যেই বিভিন্ন সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াকফ আইন এর বিরোধিতা করে তার ক্ষোভ প্রকাশ করেছেন। বাংলায় এসব মানা হবে না বলে আওয়াজ তুলেছেন তিনি। বাংলায় যে যার নিজস্ব ধর্ম সংস্কৃতি নিয়ে তাদের জীবন যাপন করেন। কোনও ধর্মীয় সংস্কৃতির মধ্যে সরকার কখনো নাক গলাতে পারে না। বিভাজনের রাজনীতি করছে কেন্দ্রীয় সরকার। এবার সরাসরি আইনি পথে কিভাবে এর মোকাবিলা করা যায় তার পথ খুঁজতে বৈঠক ডাকলেন তিনি।
পয়লা বৈশাখের পরের দিনই অর্থাৎ ১৬ই এপ্রিল নেতাজি ইন্ডোরে ইমাম, মোয়াজ্জেম তাদের নিয়ে বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আইনি পথে এই সমস্যার সমাধানের জন্য এগোতে হবে বলে তার মত। সে কারণেই আলোচনার জন্য এই সভার আয়োজন বলে খবর।
Comments are closed.