নিউজ ডেস্ক, ২০ ডিসেম্বর : সংসদ থেকে বিধানসভা। বকেয়া ইস্যুতে চড়া সুর। বকেয়া আদায়ে দিল্লিতে যখন মোদীর দরবারে মুখ্যমন্ত্রী, তখন, বিজেপি বিধায়কদের নিয়ে আচমকাই নবান্নে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কেন্দ্রের বিরুদ্ধে বকেয়া আটকে রাখার অভিযোগ মমতার। রাজ্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ শুভেন্দুর।
১০০ দিনের কাজের টাকা আটকে রেখেছে কেন্দ্র। শতাধিক কেন্দ্রীয় দল এসেছে রাজ্য। দুর্নীতি খুঁজে পাইনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে বকেয়া-বৈঠকে, ঠিক তখনই নবান্নে মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদীর সঙ্গে সাক্ষাৎ শুভেন্দুর। সঙ্গে পোস্টার। তাতে লেখা, ১০০ দিনের কাজে, এনডিএ আমলে বকেয়া বেড়েছে ৫৪, ১৫০ কোটি। আবাস ও গ্রাম-সড়ক যোজনায় যথাক্রমে বরাদ্দ বেড়ে হয়েছে ৩০ হাজার কোটি ও ১১ হাজার ০৫১ কোটি।
বারবার, কেন্দ্রের বিরুদ্ধে বকেয়া আটকে রাখার অভিযোগ তুলেছে রাজ্য। বৈঠক সদর্থক না হলে বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছিলেন খোদ মমতাই।
পাল্টা, মুখ্যমন্ত্রীকেই নিশানা শুভেন্দুর। বকেয়া বনাম দুর্নীতি। দিল্লির দরবারে বারবার গিয়েছে রাজ্যের শাসক দল। বিধানসভায় পাল্টা সুর চড়িয়েছেন শুভেন্দু অধিকারী। একের পর এক চিঠি দিয়েছেন কেন্দ্রীয় নেতৃত্বকে। বিধানসভা হোক বা সংসদ, দুই তরফেই দফায় দফায় মুলতুবি হয়েছে অধিবেশন। শীতকালীন অধিবেশনের নিট ফল কার্যত শূন্য। নবান্নে শুভেন্দুর সারপ্রাইজ ভিজিট বা দিল্লিতে মোদী-মমতার বৈঠক, আমজনতার হাতে আসবে প্রাপ্য?